গত সোমবার, ২৮ অক্টেবর নিউইয়র্কের এক নির্বাচনী প্রচারণা সামাবেশে রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেন- তিনি খাদ্য ও ওষুধ নিয়ে কেনিডি জুনিয়রকে কাজ করার সুযোগ দিবেন। নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হলে রিপাবলিকানরা সরকার গঠন করলে যুক্তরাষ্ট্রের খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষার ক্ষমতা দিতে চান কেনেডি জুনিয়রকে।
যুক্তরাষ্ট্রের সাবেক সিনেটর রবার্ট এফ কেনেডির ছেলে কেনেডি জুনিয়র। আবার কেনেডি জুনিয়র জন এফ কেনেডি যিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট তার ভাতিজা। সতন্ত্র পার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়ে আবার তা প্রত্যাহার করে রিপাবলিকান এর ট্রাম্পকে সমর্থন জানিয়েছেন।
অবশ্য স্বাস্থ্য সুরক্ষা নিয়ে বেশ ইতিবাচক কথা বলেছেন কেনিডি জুনিয়র। স্বাস্থকর হিসেবে আবরো গড়ে তুলতে চান তিনি যুক্তরাষ্ট্রকে। বিষমুক্ত করতে চান যুক্তরাষ্ট্রের বাতাস, খাবার ও পানি। প্রাকৃতিক আবাসস্থল রক্ষায় ও পরিবেশ বান্ধব কৃষিকাজ নিয়ে কাজ করতে চান তিনি।
অন্যদিকে তিনি এর পূর্বে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বক্তব্য নিয়ে বিতর্কিত হয়েছিলেন। নাৎসি জার্মান যুগ এর সাথে তুলনা করেছেন টিকা নেওয়াকে। শিশুদের নাকি সমকামী করে তুলে রাসায়নিক মেশা পানি।
আবার কেনেডি জুনিয়র থেকেও বড় দায়িত্ব দিতে চান ট্রাম্প ইলন মাস্ক কে। বড় ধরনের সমর্থন দিচ্ছে ইলন মাস্ক প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে। বিপুল পরিমাণ অর্থ ব্যায় করেছেন ট্রাম্প এর প্রচার প্রচরণায়। ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের উপর বড় ধরনের নির্ভরশীলতা রয়েছে মার্কিন সরকারের। আবার ট্রাম্প সরকার গঠন করলে স্পেসএক্স ও টেসলারের জন্য বড় ধরনের সুবিধা দিতে পারে সরকার।
সিএনএন এর মতে, ইলন মাস্ক নাকি বলেছেন – সরকারের ২ ট্রিলিয়ন ডলার খরচ কমাতে পারবেন ইলন মাস্ক কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে।
আবার সাবেক অর্থমন্ত্রী ইলন মাস্কের এ পরিকল্পনা কে বোকামি বলেছেন। কারন সাবেক অর্থমন্ত্রী ল্যারি সামার বলেন, মাত্র ১৫% বেতন মার্কিন বাজেটের। সাময়িকভাবে সকল সরকারি চাকরিজীবী দের বরখাস্ত করলেও কোনোভাবেই ২ ট্রলিয়ন অর্থ বাচানো সম্ভব নয়।
পিটসবার্গের এক সমাবেশে, আমলাতান্ত্রকে ঢেলে সাজানোর ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেন,চলুন শুরু করি একবারে প্রথম থেকে। এতে বোঝা যায়- ঢেলে সাজানোর পরিকল্পনা করছেন তিনি কেন্দ্রীয় আমলাতন্ত্রকে।
অনেকের মতেই নির্বাচনে কিছুটা হলেও ট্রাম্প থেকে এগিয়ে আছেন কমলা। তবে কি হতে চলেছে আসন্ন ৫ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল সেদিকে এখন গোটা বিশ্বের।