কুমড়োর নৌকায় ভ্রমণ করে নাম গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসে 

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন নদীতে কুমড়োর নৌকা বানিয়ে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডস এ নাম গ্যারি ক্রিস্টেনসেনের, জানা যায় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যের হ্যাপি ভ্যালি এলাকার বাসিন্দা। বড় আকারের কুমড়ো চাষ করেন ২০১১ সাল থেকে গ্যারি ক্রিস্টেনসন। 

তিনি কুমড়ো দিয়ে নৌকা বানানোর কাজ ২০১৩ সাল থেকে করে আসছেন ওয়েস্ট কোস্ট জায়ান্ট পাম্পকিন রেগাটা প্রতিযোগিতায় অংশগ্রহন করতে এবং ৪ বার উক্ত প্রতিযোগিতায় বিজয়ীও হয়েছেন। 

১হাজার ২১৪ পাউন্ড ওজনের বড়  আশ্চর্য এক নৌকা নয় লোহার কিংবা কাঠের, তৈরি বড় এক কুমড়ো দিয়ে। সেই নৌকা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন নদীতে ভাসিয়ে ৪৫.৬৭ মাইল ভ্রমণ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এ নাম লিখালেন এবার গ্যারি ক্রিস্টেনসেন। 

তিনি পাঙ্কি লোফস্টার নামেও পরিচিত দীর্ঘদিন ধরে  কুমড়ো দিয়ে তৈরি নৌকা বানিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়াতে। এবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়লেন কুমড়ো দিয়ে তৈরি প্যাডেলচালিত নৌকা ভ্রমণ করে। 

তিনি কলম্বিয়া রিভারে যান ওয়াশিংটন নদী থেকে এই নৌকা চালিয়ে ২৬ ঘন্টায় ৪৫.৬৭ মাইল পারি দেন। 

এর পূর্বে এই কুমড়োর নৌকা ৩৯ মাইল চালিয়েছিলেন একজন এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস করেছিলেন। এবার সেই রেকর্ড ভেঙে রেকর্ড করলেন গ্যারি ক্রিস্টেনসেন। 

উত্তাল নদীতে প্রচন্ড বাতাসে কুমড়োর নৌকা চালায়ি এ রেকর্ড গড়তে অনেক পরিশ্রম করতে হয়েছে তাকে। এই পথ মোটেও মসৃন ছিল না -বলেছেন কারস্টেন। 

একটি পাবলিক ব্রডকাস্টিংকে কারস্টেন বলেন- ওই ভ্রমণের সময় নদীতে বাতাসের বেগ ছিল ঘন্টায় ৩০-৩৫ মাইল। তাদের যাত্রা শুরু হয়েছিল ভনিভাইল বাঁধ থেকে, কুমড়ার উপর আছড়ে পড়ছিল দনদী নদীর ঢেউ। পানি জমে যাচ্ছিল নৌকায় এবং তিনি ভিজে যাচ্ছিলেন। 

ভিডিও রেকর্ড করেছেন কারস্টেন তার এই সম্পূর্ণ নৌকা ভ্রমণের জার্নি। এমনকি “এটা সত্যি” লেখি রেখেছিলেন নৌকার এক পাশে। এর কারণ জানতে চাইলে বলেন- এই কুমড়ার নৌকা নিয়ে নানান প্রশ্ন করতে পারে উৎসুক জনতা তাদের প্রশ্নের উত্তর দিতে যেনো না হয়, তাই তিনি এ কথা কুমড়ার নৌকার গায়ে লিখে দিয়েছেন। অভিনব এ উদ্যোগে বিস্মিত সাধারণ সবাই।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *