বিগত ১২ বছর আগে ভাগ্য বদলের আশায় লেবাননে গিয়েছিলেন বাংলাদেশী নিজাম। গত ২ নভেম্বর নিত্যদিনের মতো কাজে যাচ্ছিলেন তিনি।পথে বৈরুতের দক্ষিনাঞ্চলের একটি কফি-শপে ঢুকেছিলেন এই বাংলাদেশী নিজাম। তিনি কফিশপে থাকাকালেই সেখানে ইসরায়েল বিমান হামলা চালায়। কিন্তু দুর্ভাগ্য এই রেমিট্যান্স যোদ্ধা নিজাম ঘটনাস্থলেই তার প্রাণ হারান।
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বাসিন্দা ছিলেন এই নিহত মোহাম্মদ নিজাম।তার বাবার নাম মোহাম্মদ আব্দুল কুদ্দুস।
বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায়, ইসরায়েল নিত্যদিনের মতো গতকাল শনিবারও বিকেলের দিকে বৈরুতের দক্ষিনাঞ্চলে বেশ কয়েকবার বিমান হামলা চালায়।কোনরুপ সতর্কতা ছাড়াই সেখানের একটি আবাসিক ভবনে এই হামলা চালায়।এতে সেখানের অনেক মানুষই হতাহত হন। ভবনের নিচে থাকা কফিশপে বেশ কয়েকজনের মৃত্যুর পাশাপাশি বাংলাদেশী নিজামের ও মৃত্যু হয়।
লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাবেদ তানভীর খান নিহত মোহাম্মদ নিজামের মৃত্যুর খবরটি নিশ্চিত করে।তিনি বলেন, অতি দুঃখের সাথে জানাচ্ছি যে, গত ২ নভেম্বর (শনিবার) ৩টা ২৩ মিনিটে লেবাননে কর্মরত আমাদের এক বাংলাদেশ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ নিজাম উদ্দিন মারা গেছে।তিনি তার কর্মস্থল হজমিয়ে যাওয়ার পথে এক কফিশপে অবস্থানকালে ইসরায়েল বিমান হামলা চালায় এবং নিজাম ঘটনাস্থলেই নিহত হন।
লেবানন দূতাবাস কর্তৃপক্ষের এক প্রেস বিজ্ঞপ্তিতেও গভীর শোক প্রকাশ করেন মোহাম্মদ নিজাম উদ্দিনের মৃত্যুতে এবং তার রুহের আত্মার মাগফেরাত কামনা করা হয়।পাশাপাশি নিহত নিজাম উদ্দিনের পরিবারের সদস্যদের প্রতিও গভীর সমবেদনা জানান।
লেবাননে নিহত নিজামের স্ত্রী রয়েছেন।দূতাবাস কর্তৃপক্ষ তার স্ত্রীর সাথে কথা বলেছেন এবং যোগাযোগ রাখছেন। কর্তৃপক্ষ আরও জানান, যুদ্ধের জন্য ফ্লাইট ব্যবস্থা না থাকায় মোহাম্মদ নিজামের মরদেহ বাংলাদেশে পাঠানো সম্ভব না,লেবাননেই নিজামকে কবরস্থ করতে হবে।