ট্রাম্প-কমলার শৈশব থেকে হোয়াইট হাউসে যাত্রা কেমন ছিল 

আসন্ন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দুই পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও তার প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস। ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। দুই পার্থীর সমর্থকেরা  তাদর বিভিন্ন ছবি দিয়ে সভা সমাবেশস্থল ভরিয়ে তুলেছেন। প্রচার প্রচরণার এসব ছবি ছাড়াও কিছু ছবি রয়েছে তাদের যা থেকে তাদের বেড়ে ওঠা সম্পর্কে ধারণা পাওয়া যায়। 

কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের যখন তিন বছর তখন তারা ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন যখন তারা জানেনই না হোয়াইট হাউস কি?

ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস তার জীবনের প্রাথমিক পর্যায় কেটেছে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ক্যালিফের্নিয়ার ওকল্যান্ড শহরে। ক্যানসার বিশেষজ্ঞ ও সমাজকর্মী ভারতীয় নারী শ্যামলা গোপালান হ্যারিস কমলা হ্যারিসের মা। কমলা ও তার বোনকে তার মা ই লালনপালন করেছেন। 

কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন কমলার মা। কমলা সেখানকার একটি হাইস্কুলে ৫বছর পড়াশোনা করেছেন। পরবর্তী সময় কমলা কৃষ্ণাঙ্গদের জন্য পরিচিত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ঐতিহাসিক শিক্ষাপ্রতিষ্ঠান হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

ওয়াশিংটনে ২০০৪ সালে কমলা অংশ নিয়েছিলেন  বার্ষিক মার্টিন লুথার কিং জুনিয়র ফ্রিডম মার্চে।

ওয়াশিংটন থেকে ক্যালিফোর্নিয়ায় ফিরে আসেন কমলা। ফৌজদারি বিচারব্যবস্থার শীর্ষ পর্যায়ে খুব দ্রুত উঠে আসেন কমলা। অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পান এবং এ দায়িত্ব ২০১৬ সালে কমলাকে  ওখানকার সিনেটর হতে প্রেরণা জুগিয়েছিল।

কমলা ২০১৬ সালে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনকে পরাজিত করে বিশ্বকে হতবাক করে দেন।

 প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে ৪ বছর পর প্রচার চালাতে থাকেন কমলা। তবে খুব একটা আলোচনায় আসত পারে নি। তখন জো বাইডেন কে প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়। আর কমলা হয়ে যান বাইডেনের রানিংমেট বা ভাইস প্রেসিডেন্ট প্রার্থী। ট্রাম্প ও তাঁর রানিংমেট মাইক পেন্সকে ২০২০ সালের নির্বাচনে পরাজিত করে সরকার গঠন করেন বাইডেন-কমলা। 

নিউইয়র্কের কুইন্সে ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী বেড়ে উঠেছেন। ট্রাম্পের বাবা ছিলেন ফ্রেড ট্রাম্প। একজন জার্মান অভিবাসীর সন্তান তিনি । ট্রাম্পের মা মেরি অ্যান ম্যাকলয়েড। ট্রাম্প স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেন। তারা মা-বাবা  ট্রাম্পকে নিউইয়র্কে সামরিক একাডেমিতে ১৩ বছর বয়সেই ভর্তি করিয়ে দেন।

ট্রাম্প জানান, তিনি ১৯৫৯ সালে  সামরিক একাডেমিতে ভর্তি হয়ে পাঁচ বছর সামরিক প্রশিক্ষণ নিন এবং একাডেমি নেতৃত্বের গুণাবলি অর্জন করতে তাকে  সহায়তা করেছে। পরবর্তীতে সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ স্থগিত হওয়াতে ট্টাম্প ভিয়েতনাম যুদ্ধে অংশ নিতে পারেন নি। প্রাতিষ্ঠানিক কারণে ৪ বার এবং স্বাস্থ্যগত কারণে ১ বার তাঁর নিয়োগ স্থগিত হয়েছিল।

ডোনাল্ড ট্রাম্প পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের হোয়ারটন স্কুল থেকে ডিগ্রি লাভের করার পর তিনি তার পারিবারিক ব্যবসায় বাবার উত্তরাধিকারী হিসেবে যোগ দেন।

যখন মার্কিন কংগ্রেসের সদস্য হয় কমলা, ডোনাল্ড ট্রাম্প তখন প্রথমবারের মতো হোয়াইট হাউসে  প্রেসিডেন্ট হিসেবে বসেন। 

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টকে ডোনাল্ড ট্রাম্প বেশ রক্ষণশীল করে গড়ে তুলেছিলেন। 

গর্ভপাতের অধিকার কেড়ে নেওয়ার পথ প্রশস্ত করেছিলেন।

 ২০১৭ সালে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর  সৌদি আরবে যান প্রথম বিদেশ সফরে। ট্রাম্প বিচ্ছিন্নতাবাদী নীতির সমর্থক ছিলেন যেনো বিদেশি সংঘাত থেকে নিজ দেশকে মুক্ত রাখতে পারেন। 

 রাজনৈতিক জীবনে ট্রাম্পের পরিবারের সদস্যরাও বিভিন্ন সময় ভূমিকা রেখেছেন। 

একটু দেরিতেই এসেছেন এবারের নির্বাচনে কমলা। কমলাকে সমর্থন দেন প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়ে জো বাইডেন। এতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের টিকিট পেয়ে কমলা প্রথম কোনো কৃষ্ণাঙ্গ ও এশিয়ান-আমেরিকান হিসেবে কমলা ইতিহাস গড়লেন। 

অন্যদিকে এবারের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নিজ দলের পক্ষ থেকে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট প্রার্থীর মনোনয়ন পেয়েছেন এবং এক  বিরল গৌরব অর্জন করেছেন। 

এখন মূল আলোচনা সকলের একটিই আসন্ন মার্কিন নির্বাচনের পর কে বসবেন আগামী তে হোয়াইট হাউসে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *