আগামী ৯ ও ১০ নভেম্বর (২০২৪) মার্কিন যুক্তরাষ্ট্রে ১১ বারের মতো অনুষ্ঠিত হচ্ছে ইসলামিক শিল্প উৎসব। টেক্সাস অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব হোস্টনে উৎসবটি আয়োজন করেছে ইসলামিক আর্ট সোসাইটি। ২ দিনের এই শিল্পোৎসবে থাকবে ইসলামী শিল্পকর্ম প্রদর্শনী, সিনেমা প্রদর্শণ, উৎসব, কৌতুক, সুফি গানের আসর।
ইসলামী শিল্প উৎসব’ আমেরিকা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ও মুসলিম সাংস্কৃতি উৎসব।
আয়োজদের ধারণা সমগ্র আমেরিকায় ইসলামী শিল্প ও সাংস্কৃতি প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই আয়োজন। এক দশকের বেশী সময় ধরে শিল্প উৎসবটি আমেরিকার ইসলামী শিল্পী ও শিল্পোমোদীদের দৃষ্টি আকর্ষণ করে আসছে। এবং তাদের মধ্যে পারষ্পরিক সংযোগ, সহযোগিতা ও আলাপের সুযোগ করে দিয়েছে সাথে সাথে বিভিন্ন দেশের ইসলামী সংস্কৃতির স্বরুপ প্রদর্শণ করা হবে। পশ্চিমা শিল্প বিশারদগণ ইসলামী শিল্পের নানা দিক এর সাথে পরিচিতি লাভ করবে।
এখানে ইসলামী মূল্যবোধ সম্পন্ন তরুণ ও শিক্ষানবিশ শিল্পীরা তাদের প্রতিভা বিকাশের সুযোগ লাভ করবে। ২০২৪ সালের উৎসবে স্পেনের ‘আল ফিরদাউস এনসেম্বল’ (সাংস্কৃতিক সংগঠন), আমেরিকার বিখ্যাত মুসলিম কমেডিয়ান প্রিচার মোস এতে অংশ নেবেন। উৎসবে আগ্রহীদের জন্য ইসলামী শিল্পকলার ওপর কর্মশালারও আয়োজন করা হয়েছে।
ইসলামী আর্ট সোসাইটির বরাত দিয়ে ইরানের সংবাদ সংস্থা ইকনা জানিয়েছে, উৎসবে ৫০ জন শিল্পীর পাঁচ হাজারেরও বেশি শিল্পকর্ম প্রদর্শন করা হবে। দর্শনার্থীরা তা দেখার ও ক্রয় করার সুযোগ পাবে। এ ছাড়া উপস্থিত ক্যালিগ্রাফি তৈরি, মেহেদি দেওয়া, পেইন্টিং করানোর সুযোগ থাকবে। থাকবে আরো নানা আয়োজন। মূলত ইসলামী শিল্পচর্চার বিকাশের জন্য এই আয়োজন করা হয়। দেশ বিদেশ থেকে ইসলামী বিশারদগণ এতে অংশ নেবেন বলে আশা করা যাচ্ছে।