ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে শূন্য মার্জিনেও খেজুর, ডিম, চাল, তেল,ডাল,চিনি,সহ ১১ পণ্যে এলসি করা যাবে রমজানে। বাংলাদেশ ব্যাংক, রমজান মাসে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে এ সকল পণ্যে ন্যূনতম মার্জিনে এলসি খোলার সুযোগ দিল।
এলসি মার্জিন বলতে কোনো পণ্য আমদানির সময় ন্যূনতম জমাকে বোঝানো হয়।সাধারণত ভোগ্যপণ্য আমদানি ও সরবরাহকারী বেশিরভাগ প্রতিষ্ঠান ন্যূনতম মার্জিনে এলসি খুলে থাকে।গত বুধবার (৭ নভেম্বর) সব ব্যাংকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়।
বাংলাদেশ ব্যাংক পূর্বে বিদেশি ফল আমদানিতে শতভাগ এলসি মার্জিনের বিধান করা হয়।কিন্তু ডলার সংকট শুরুর পর বাংলাদেশ ব্যাংক আমদানিতে কঠোর অবস্থান নেয় । তাই বর্তমানে খেজুর আমদানিতে শতভাগ মার্জিন রয়েছে।এছাড়াও চাল ও ডিম আমদানির ক্ষত্রে সরকারকে বিশেষ অনুমোদন নিতে হয়। বর্তমানে এসকল বিষয়ে এলসির শর্ত শিথিল হলো। এল
সূত্র:এমএন