স্বামী- স্ত্রীর একত্রে মরদেহ উদ্ধার


ঢাকার রামপুরায় শিশু পার্কের পাশে একটি বাসা থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়। তাদের মধ্যে স্বামী ফ্যানের সঙ্গে এবং স্ত্রী জানালার সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় ছিলেন।

তারা হলেন- জুবায়ের হোসেন বিপুল (২৭) ও মনিসা আক্তার (১৮)। জুবায়ের পাবনা সদরের বলরামপুর গ্রামের মো. আজিম উদ্দিনের ছেলে। আর মনিসা আক্তার গাজীপুরের কাপাসিয়া থানার হোসেন বেপারীর মেয়ে।জুবায়ের একটি মোটরসাইকেলের গ্যারেজের মালিক ছিলেন। আর তার স্ত্রী গৃহকর্মী ।

রামপুরা থানার এসআই মোহাম্মদ বাসেদ মিয়া জানান, খবর পেয়ে দরজা ভেঙে তাদের উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুই জনকেই মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের বরাত দিয়ে এসআই বাদে জানান, তারা নিজেদের পছন্দে মাত্র দুই মাস আগে বিয়ে করেন। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *