ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটে গেছে
পাকিস্তানের দক্ষিণ – পশ্চিমাঞ্চলে অবস্থিত বেলুচিস্তান প্রদেশের রেল স্টেশনে। উক্ত ঘটনায় বেশ কয়েকজন নারী ও শিশু সহ এখন পর্যন্ত ২৫ জন নিহত হয়েছে এবং ৫০ জনেরও বেশি আহত হয়েছেন।
দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউট জানায়, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছে, আজ ৯ নভেম্বর শনিবার সকালে ৯ টায় প্ল্যাটফরমে এসে পৌঁছায় জাফর এক্সপ্রেস কোয়েটা থেকে পেশোয়ারগামী তখন ট্রেনে উঠার জন্য যাত্রীরা ট্রেনের নিকট বর্তী হলে উক্ত সময়েই এই বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ঐ সময় প্রচুর জন সমাগম ছিল স্টেশনের প্লাটফর্মে।
হামলাটি আত্মঘাতী বোমা হামলা ছিল এবং নিহতের সংখ্যা আর বাড়বে এ তথ্য সাংবাদিকদের জানিয়েছেন – এসএসপি মুহাম্মদ বালোচ।
উক্ত বোমা হামলার দায় স্বীকার করেছে “লেবারেশন আর্মি” বেলুচিস্তানের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন।
একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, প্লাটফর্মের যেখানে বিস্ফোরণ ঘটেছে সেখানের ছাদ উড়ে গেছে। বেশ শক্তিশালী ছিল বোমাটি। কোয়েটার শহরের অনেক এলাকা থেকে বোমা বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।
এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সরফরাজ বুগতি বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী। এবং তিনি আরো বলেন- অত্যন্ত কাপুরুষোচিত কাজ নিরিহ বেসামরিকদের লক্ষ্যবস্তু করা। যত তাড়াতাড়ি সম্ভব এ হামলার সাথে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে বলে তিনি জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী পুলিশকে অত্যন্ত জরুরি ভিত্তিতে এ হামলার তদন্তের নির্দেশ দিয়েছেন।
পুলিশ জানিয়েছেন নিহতদের ১৪ জন সেনাসদস্য।
উক্ত ঘটনায় বেলুচিস্তানের সাধারণ জনগণ খুবই আতঙ্কিত রয়েছে। জন মনে বিরাজ করছে ভয় এবং তারা নিরাপত্তা সংকটে রয়েছেন। দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র নিন্দা সমালোচনা ও প্রতিবাদ।