আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটির উদ্যোগে ঢাকায় শুরু হয়েছে দেশের বৃহত্তম কম্পিউটার মেলা । আইডিবি মার্কেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে আকর্ষণীয় সব অফার নিয়ে ৬ দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে।মেলায় থাকছে গেমিং, আর্ট, ফটোগ্রাফি প্রতিযোগিতাও।
গত সোমবার (১২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিএস কম্পিউটার সিটি।
এতে বলা হয়, ১১ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত চলবে মেলা। মেলার উদ্বোধন করেন ডেফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. সবুর খান।
ড. সবুর খান বলেন, প্রতিষ্ঠার পর থেকে আইডিবি ভবন মার্কেট আস্থার সঙ্গে ২৫ বছর পূর্ণ করেছে। দেশের আইটি খাতের প্রসারে এই মার্কেটের অনেক অবদান রয়েছে। এমন মেলার আয়োজনের মাধ্যমে আইটি পণ্য নিয়ে গ্রাহকদের আগ্রহ আরও বাড়বে।
বাংলাদেশি এক্সপার্টদের অংশগ্রহণে প্রোডাক্ট তৈরিতে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সবুর খান বলেন, বাংলাদেশের ছেলে-মেয়েরা বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। তাদেরকে নিয়ে প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে হবে। পেটেন্ট প্রোডাক্ট তৈরি ও বিশ্ববাজারে তা ছড়িয়ে দেয়ার ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
বিসিএস কম্পিউটার সিটির ম্যানেজমেন্ট কমিটির সভাপতি এএল মজহার ইমাম চৌধুরী বলেন, আমাদের উদ্দেশ্য গ্রাহক সন্তুষ্টি। বিগত ২৫ বছর এই ধারাবাহিকতা ধরে রাখতে পেরেছে আইডিবি মার্কেট। মার্কেটে কোনো নকল প্রযুক্তি পণ্য বিক্রি হয় না, এই মার্কেট থেকে পণ্য কিনে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই।
২৫ বছর পূর্তিতে আহ্বায়ক মো. মাহবুবুর রহমান বলেন, ১৯৯৯ সালে ১১ সেপ্টেম্বর বিশাল মেলার মাধ্যমে আইডিবি ভবনের যাত্রা শুরু হয়। এবারও ১১ সেপ্টেম্বর থেকে মেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় মেলা পিছিয়ে আনা হয়েছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রায়ান্স আইটি’র ব্যবস্থাপনা পরিচালক আহমেদ হাসান, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম, গ্লোবাল ব্র্যান্ড পিএলসি’র পরিচালক মোহাম্মাদ জসীম উদ্দীন খোন্দকার ও ইউনাইটেড কম্পিউটার সেন্টারের ম্যানেজিং পার্টনার সরোয়ার মাহমুদ খান।
বর্তমান পরিস্থিতিতে ‘সিটি আইটি মেগা ফেয়ার ২০২৪’কেই বেসরকারি খাতের সবচেয়ে বড় মেলা উল্লেখ করে তিনি বলেন, ‘এই মেলা গ্রাহকদের আকৃষ্ট করতে সক্ষম হবে। মেলায় অংশ নেয়ায় আসুস, এমএসআই, দাহুয়া, গিগাবাইট, এইচপি, হিকভিশন, লেনোভো এবং স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেটের প্রতি জানাই কৃতজ্ঞতা।’