গত ৭ অক্টোবর গাড়ি এক্সিডেন্ট করেন মার্কো।পরবর্তীতে মূমুর্ষ অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এসময় মাথা ও ফুসফুস ক্ষতিগ্রস্থ হয় আনগুলোর। এক মাস হাসপাতালে থাকার পর ইকুয়েডরের রাজধানী কিটোয় সোমবার রাতে মারা যান তিনি।
মৃত্যুর সময় তার বয়স ছিল ২২ বছর।সড়ক দুর্ঘটনায় পরপারে পাড়ি জমান এই তরুণ ফুটবলার। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইকুয়েডর ফুটবল অ্যাসোসিয়েশন।
সর্বপ্রথম ২০২২ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয় আনগুলোর। খেলেছেন মাত্র দুই ম্যাচ। একই দুর্ঘটনায় আহত হয়ে মারা যান আনগুলোর বয়সভিত্তিক দলের সাবেক সতীর্থ রবার্তো কাবেজাসও।