রহস্য জনক আচরন যুক্তরাজ্যের স্যাটালাইটের আমেরিকায় ছিটকে পড়েছে ভারত মহাসাগর থেকে

১৯৬৯ সালে “স্কাইনেট ওয়ানএ” নামে মহাকাশে পাঠানো যুক্তরাজ্যের একটি স্যাটালাইট হঠাৎ করে ছিটকে যায় তার নির্ধারিত কক্ষ পথ থেকে।  

 

পূর্ব আফ্রিকার উপরে স্থাপন করা হয়েছিল এই ব্রিটিশ স্যাটালাইটটি তাদের সামরিক যোগাযোগের উদ্দেশ্য।  স্কাইনেট-ওয়ানএ নামে উপগ্রহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপগ্রহ ছিল এক সময়ের। 

 

স্যাটালাইটটি তার নির্ধারিত নির্দিষ্ট গতিপথে কাজ চালিয়ে যাচ্ছিল মহাকাশে যা পৃথিবী থেকে হাজার হাজার মাইল দূরে অবস্থিত। কিন্তু হঠাৎ করে বিজ্ঞানীরা কিছু দিন পূর্বে আবিষ্কার করেছেন এক অস্বাভাবিক বিষয় যাতে অবাক হয়েছে সকলে। 

 

তারা দেখতে পায় হঠাৎ করে কয়েক হাজার মাইল দূরে চলে গেছে স্যাটালাইটটি নিজের নির্দিষ্ট কক্ষপথ ত্যাগ করে। পূর্বের ভারত মহাসাগরীয় অন্ঞ্চল থেকে আমেরিকার দিকে অবস্থান করছে স্যাটালাইট স্কাইনেট ওয়ানএ।

 

স্যাটেলাইটটি নির্মিত হয়েছিল যুক্তরাষ্ট্রে এবং এটি যুক্তরাজ্যের মালিকানাধীন। এই কৃত্রিম উপগ্রহটি মহাকাশে পাঠানো হয় মার্কিন বিমান বাহিনীর (ইউএসএএফ) ডেল্টা রকেটের মাধ্যমে। 

 

দিশেহারা হয়ে গেছেন গবেষকরা, স্যাটালাইটটিতে এমন ঘটনা কেনো ঘটল এই প্রশ্নের উত্তর খুঁজে পেতে। 

 

এতো বৃহৎ ওজন, প্রায় অর্ধ টন ওজনের  স্যাটালাইট একা একা এতদূর নির্ধারিত গতিপথ থেকে কোনোভাবেই সরে আসতে পারে না। 

 

একেবারেই অসম্ভব এরকম ঘটনা। তারা দাঁড় করাতে চেষ্টা করছে নতুন একটি তত্ত্ব। ইচ্ছাকৃই সরানো হয়েছে এমন স্যাটালাইটটিকে। কিন্তু তাদের কাছে উত্তর নেই কে বা কারা এই কাজ করেছেন বা করতে পারে। 

 

এমন এক স্থানে স্কাইনেট ওয়ানএ চলে যায় এর কিছু দূরেই তৈরি হয়েছে একটি গ্র্যাভিটি ওয়েল এবং সেখানে স্যাটালাইটটি ঘুরপাক খাচ্ছে। এটি চলে যায় অন্য একটি উপগ্রহের কক্ষ পথের কাছাকাছি, এবং বিভিন্ন জায়গায় ঘুরপাক খাচ্ছে। 

 

এতে সম্ভাবনা রয়েছে বড় ধরনের বিপর্যয় ঘটার কারন এটি কর্মক্ষম নয় এবং যেকোনো সময় এটি অন্য যেকোনো স্যাটালাইটের সাথে ধাক্কা খেতে পারে। 

 

মহাকাশ পরামর্শক ড. স্টুয়ার্ট ইভস বলছেন – মহাকাশের বিপদজনক জায়গায় পৌঁছে গেছে স্যাটালাইটটি। কিভাবে তা হয়েছে তা নিশ্চিত নন তারা তবে এক নতুন রহস্যের জন্ম হয়েছে পৃথিবী ও মহাকাশ গবেষণায়  উক্ত স্যাটালাইটের এমন অদ্ভুত আচরণের কারনে।

 

কিছু গবেষক বলছেন এটি প্রযুক্তিগত ত্রুটি এবং কিছু গবেষক বলছেন ইচ্ছাকৃত তৈরি কোনো ঘটনা। 

 

স্কাইনেট ওয়ানএ এর এরকম অদ্ভুত আচরণ প্রশ্ন ও অজানা রহস্য হয়ে দাড়িয়েছে পুরো বিশ্বের মহাকাশ বিশেষজ্ঞ,বিজ্ঞানী এবং গবেষকদের নিকটে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *