স্পেনে নার্সিং হোমে আগুন নিহত ১০

ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয় উত্তর পূর্বাঞ্চলীয় স্পেনের জারাগোজার একটি নার্সিংহোমে ১৫ নভেম্বর ভোরের সময়। ঘটনাটি সংঘটিত হয় ২৮ কিলোমিটার দূরে মূল শহর থেকে ভিলাফ্রাস্কা দে এ ব্রো তে। দৈনিক ইত্তেফাক পত্রিকা থেকে জানা যায় এই ঘটনায় ১০ জন নিহত হয় এবং আহত হয় বেশ কয়েকজন এরমধ্যে দুইজনের অবস্থা আশঙ্কা জনক।

 

 নার্সিংহোমের মেয়র ভলগা রামিরেজ সাংবাদিকদের জানান এই মৃত্যুর জন্য আগুনের তীব্র  ধোঁয়া দায়ী হতে পারে। তিনি আরো বলেন তীব্র ধোঁয়ায় শ্বাস প্রশ্বাসের জন্য এমন ঘটনা ঘটেছে। 

 

তবে স্থানীয় গণমাধ্যম থেকে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। মানসিক স্বাস্থ্য সংক্রান্ত এবং ডিমেনসিয়ায় আক্রান্ত ৮২ জন রোগী ওই নার্সিংহোমে চিকিৎসার জন্য বসবাস করেছিলেন। স্থানীয় গণমাধ্যম থেকে জানা যায় ধোঁয়ার কারণে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে তবে কেউ আগুনে পুড়ে মারা যায়নি। 

 

এই ঘটনায় স্প্যানিশ প্রধানমন্ত্রী গভীরভাবে শোক প্রকাশ করেছেন।আরাগনের আঞ্চলিক সরকারের প্রধান জজ আইকন এবং ভিলফ্রাস্কা দে এব্রোর প্রধান দশজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। 

 

দুর্ঘটনার পির তারা এক্স লিখেছন স্পেনের ওই অঞ্চলের সকল সরকারি কার্যক্রম আজকের দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়।বেশ কয়েকদিন আগে স্পেনের ভ্যালেন্সিয়ায় ভয়াবহ বন্যায় দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এছাড়াও অনেক বাড়িঘর বিলিত হয়ে গিয়েছে এবং অনেক ক্ষয়ক্ষতি সংঘটিত হয়েছে।

 

 সম্প্রতি দেশটির ইতিহাসে  সবচেয়ে বড়  প্রাকৃতিক দুর্যোগ এই  বন্যা। এই বন্যায় দেশটির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এই বন্যার রেশ কাটিয়ে না উঠতেই আবার ভয়াবহ অগ্নিকান্ডে মানসিক ভারসাম্যহীন ১০ জন মানুষের  প্রাণহানি হল।

 

অতএব স্প্রেনবাসি পরপর দুইটি মর্মান্তিক ঘটনার সাক্ষী হল। বন্যা এবং অগ্নিকাণ্ডের ঘটনা খুবই দুঃখজনক।অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের স্বজনদের আহাজারিতে আকাশ ভারী হয়ে উঠছে। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *