মিস উউনিভার্সের সেরার মুকুট জিতলেন ২১ বছর বয়সী কজেয়ার থেইলভিগ

মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত বার্ষিক সৌন্দর্য প্রতিযোগিতায় বিশ্বের ১২০ জনেরও বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ী হয়েছেন ডেনমার্কের ভিক্টোরিয়া কজেয়ার থেইলভিগ। ভিক্টোরিয়া মিস ইউনিভার্স মুকুট জিতে ইতিহাস গড়লেন, কারণ তিনি এই প্রতিযোগিতায় প্রথম ডেনিশ বিজয়ী।  
মিস ইউনিভার্সের ৭২তম আসরে সেরার মুকুট জিতলেন ডেনমার্কের ভিক্টোরিয়া কজেয়ার থেইলভিগ। ২১ বছর বয়সী এই তরুণী একজন প্রতিযোগিতামূলক নৃত্যশিল্পী, উদ্যোক্তা এবং আইনজীবী।

ভিক্টোরিয়াকে মুকুট পরিয়ে দিয়েছেন মিস নিকারাগুয়া, শেনিস প্যালাসিওস। এবারের আসরে প্রথম রানার আপ হয়েছেন নাইজেরিয়ার চিদিনমা আদেতশিনা। আসরে দ্বিতীয় রানারআপ হয়েছেন মেক্সিকোর মারিয়া ফার্নান্দা বেলট্রান।

উল্লেখ্য, প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় গায়ক রবিন থিক। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ‘সেভড বাই দ্য বেল’ তারকা মারিও লোপেজ এবং সাবেক মিস ইউনিভার্স অলিভিয়া কুলপো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *