আইটি কোম্পানিতে ৭ বছরের শিশুকে চাকরির প্রস্তাব

বিবিসির খবর অনুযায়ী, “একটি আইটি কোম্পানি তাদের ব্যবস্থাপনা দলে রাশিয়ার শহর সেন্ট পিটার্সবার্গে সাত বছর বয়সী সের্গেইক যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে”। 

 

সফটওয়্যার বিষয়ক ব্যাখ্যা ও বিশ্লেষণ নিয়ে মাত্র পাঁচ বছর বয়স থেকে সের্গেই ভিডিও তৈরি করছে। 

 

একটি ইনফরমেশন সিকিউরিটি কোম্পানি প্রো৩২ সের্গেই এর অসাধারণ দক্ষতার কারণে তাকে প্রস্তাব দিয়েছে করপোরেট প্রশিক্ষণের প্রধান হিসেবে কাজ করার।

 

অন্যদিকে, রাশিয়ার আইন অনুসারে, বেতনভুক্ত চাকরিতে ১৪ বছরের কম বয়সী কেউ যোগ দিতে পারে না।  

 

ইগোর ম্যানডিক প্রো৩২-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, কীভাবে এই আইনি সীমাবদ্ধতার সমাধান করা যায়, আলোচনা করেছেন তিনি তা নিয়ে সের্গেইয়ের বাবা-মায়ের সাথে।  

 

কিরিল শিশুটির বাবা জানিয়েছেন, অত্যন্ত আনন্দিত তারা প্রস্তাবটি পেয়ে এবং অপেক্ষা করছেন অধীর আগ্রহে যে, কোম্পানিটিতে৷ কখন সের্গেই যোগ দিতে পারবে।  

 

মাত্র ৭ বছরের এই শিশু সের্গেই এর সাড়ে তিন হাজারের বেশি সাবস্ক্রাইবার রয়েছে তার নিজের ইউটিউব চ্যানেলে, এসব সাবস্ক্রাইবার পাইথন এবং ইউনিটি প্রোগ্রামিং ভাষা শিখতে আগ্রহী।

 

উক্ত ঘটনায় পুরো বিশ্বে সাড়া পরে গিয়েছে। কিভাবে একজন শিশু যার বয়স কিনা মাত্র সাত বছর,  তিনি কিভাবে পাঁচ বছর বয়স থেকে সফটওয়্যার বিষয়ক ব্যাখা ও বিশ্লেষণ নিয়ে কাজ করে যাচ্ছেন।  তার এ দক্ষতার কারনে এ প্রথম কোনো ইনফরমেশন কোম্পানিতে মাত্র সাত বছর বয়সী কোনো শিশুকে চাকরির প্রস্তাব দেওয়া হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *