‘বাংলাদেশ উৎসব” জমকালো আয়োজনে পালিত হচ্ছে সৌদি আরবে

জমকালো আয়োজনে “বাংলাদেশ কালচারাল উৎসব” অনুষ্ঠিত হয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদে । 

 

স্থানীয় সময় অনুযায়ী ২৩ নভেম্বর শনিবার  রাতে আল সুওয়াইদি পার্কে  ‘রিয়াদ সিজন’-এর অংশ হিসেবে  ‘বৈশ্বিক সম্প্রীতি’ স্লোগান নিয়ে এ আয়োজন করা হয়।  

 

সৌদি আরবের রাজধানীতে অনুষ্ঠিত ‘রিয়াদ সিজন’ মূলত একটি সাংস্কৃতিক বিনোদন এবং ক্রীড়া অনুষ্ঠানের সিরিজ- জানিয়েছেন সৌদি প্রেস এজেন্সি। 

 

বিশ্বের বিভিন্ন প্রান্তের সব বয়সের মানুষকে এই অনুষ্ঠানটি আকৃষ্ট করে। অনুষ্ঠানটির আয়োজন করা হয় জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি এবং সৌদির মিডিয়া মন্ত্রণালয় কর্তৃক। 

 

আয়োজিত উৎসবে  বিখ্যাত বাঙালি খাবারের ব্যবস্থা করা হয় দর্শনার্থীদের জন্য “বাংলাদেশ কালচার’ শিরোনামে। কেনাকাটার ভিড় লেগে যায় ঐতিহ্যবাহী বাঙালি সামগ্রী ও পোশাকের । মঞ্চে লোককাহিনী পরিবেশনা করা হয়। চলে কনসার্ট রাতভর। 

 

সৌদির সংবাদমাধ্যম বলছে,

 

যে সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরতে চায় রিয়াদ সিজন, তার প্রতিফলন ঘটেছে বাংলাদেশের স্পন্দনশীল ঐতিহ্যের ঘনিষ্ঠ প্রতিচ্ছবি প্রকাশে। 

 

‘রিয়াদ সিজন’ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সুদান, জর্ডান মালয়েশিয়া, সিরিয়া, লেবানন, এবং মিশরসহ বিভিন্ন দেশের সংস্কৃতিকে উদযাপন করে ও তুলে ধরে।

 

সৌদি আরবের চেয়ারম্যান তুর্কি আল-শেখের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির  মতে, ইতিমধ্যে রিয়াদ সিজন আকৃর্ষ্ট করেছে বিশ্বজুড়ে ৬ মিলিয়নেরও বেশি দর্শককে। 

 

রিয়াদ সিজনে প্রবাসী বাংলাদেশীদের জন্য আয়োজিত “বাংলাদেশ উৎসবের” সমাপনী দিনে নাচ গান পরিবেশন করেন বেশ কয়েকজন শিল্পী। 

 

রুহানি সালসাবিল ও রাব্বি উৎসবের শেষ দিনে অনুষ্ঠান পরিচালনা করেন। 

 

বর্নমালা শিল্পী গোষ্ঠী, শিল্পী সাবরিনা পড়শী, গান পরিবেশন করেন শনিবার রাতে। 

 

এছাড়া বিভিন্ন পর্বে  ইমরান খান, ডিজে সোনিকা, সজীব দাশ, মেহেরীন মেরী, নাচ ও গান পরিবেশন করেন।

 

এ উৎসবে ৪৫ দিন ধরে বিভিন্ন ইভেন্ট উপস্থাপন করা হয়েছে। গত ২০ নভেম্বর উদ্ভোদন করা হয়েছে বাংলাদেশ উৎসবের।  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *