রাশিয়া সহায়তা করতে চায় আফগানিস্তানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায়

স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আফগানিস্তানকে রাশিয়া  সহায়তা করতে চায়। এক বৈঠকে গত সোমবার তালেবান নেতাদের এ কথা জানিয়েছেন সার্গেই শোইগু, তিনি রাশিয়ার শক্তিশালী নিরাপত্তা পরিষদের প্রধান। 

 

এ বৈঠকটি অনুষ্ঠিত হয়, কাবুলে তালেবান সরকারের শীর্ষ নেতাদের সাথে। এ তথ্য উঠে এসেছে, রাশিয়ার সংবাদ সংস্থাগুলোর প্রতিবেদনে। 

উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন একটি রুশ প্রতিনিধি দল সার্গেই শোইগুর নেতৃত্বে এবং আবদুল গনি বারাদার তালেবান সরকারের উপপ্রধানমন্ত্রী এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীদের  মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

বৈঠকে সার্গেই শোইগু বলেছেন,   আফগানিস্তানে অনেক বছর মার্কিন সেনারা নিয়োজিত ছিল। সে দৃষ্টিকোণ থেকে যুক্তরাষ্ট্রের অগ্রণী ভূমিকা রাখা উচিত দেশটিকে পুনর্গঠনে।

রাশিয়ার সংবাদ সংস্থাগুলোর বিভিন্ন  প্রতিবেদনে বলা হয়েছে,   মার্কিন নিষেধাজ্ঞার চাপ আফগানিস্তানের ওপর কমাতে “শোইগুর”  কাছে সহায়তা চেয়েছেন তালেবান নেতারা।

“ আফগানিস্তানের অভ্যন্তরীণ সংকট নিরসন প্রক্রিয়া” কে জোরদার করে একটি গঠন মূলক রাজনৈতিক সংলাপ আয়োজন করার আগ্রহ প্রকাশ করেন রুশ নিরাপত্তা পরিষদ ।

শোইগু আরো বলেন,  যুক্তরাষ্ট্রের দায়দায়িত্ব নেওয়া উচিত আফগানিস্তানের পুনর্গঠনে।  আফগানিস্তান থেকে ২০২১ সালে যুক্তরাষ্ট্র সব সেনা প্রত্যাহার করে নেয়। দেশটিতে মার্কিন সেনারা টানা ২০ বছর নিয়োজিত ছিলেন।

রাশিয়ার সাবেক এই প্রতিরক্ষামন্ত্রী বলেন, আশপাশের সবাইকে যুক্তরাষ্ট্র লুট করে। তিনি বলছেন, সিরিয়া  লিবিয়া ও অন্যান্য দেশের মতো আফগানিস্তানেরও সম্ভাবনা নেই এসব সম্পদ ও তহবিল ফেরত পাওয়ার। আমরা এখানে আফগানিস্তানের সব সম্পদ ও তহবিল ফেরত দেওয়ার কথা বলছি।  তার দৃষ্টিতে, আফগানিস্তানকে পুনর্গঠনে এবং দেশটিতে বিনিয়োগের প্রধান প্রাণশক্তি হওয়া উচিত যুক্তরাষ্ট্রের।

আবদুল গনি বারাদার আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী  শোইগুকে বলেন, তালেবান সরকার মস্কোর সহায়তা চায় পশ্চিমা নিষেধাজ্ঞার চাপ কমাতে। তিনি আরো বলেন, বিদেশি বিনিয়োগ বাড়ানোর এবং আফগান পণ্যের রপ্তানি প্রবৃদ্ধি চেষ্টা করেছি। 

সোমবার মস্কো বলেছে,  ক্ষুদ্র ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র যদি এশিয়ায় মোতায়েন করে, তবে মস্কোও একই ধরনের ক্ষেপণাস্ত্র অঞ্চলটিতে মোতায়েন করার কথা চিন্তা করবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *