ফেসবুকে বার বার হত্যার হুমকি ট্রাম্পকে গ্রেপ্তার একজন

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টকে  হত্যার হুমকি দেওয়া হয়েছে এই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে অ্যারিজোনার এক ব্যক্তিকে। ম্যানুয়েল তামায়ো-টোরেস নামের সেই ব্যক্তি ট্রাম্প এবং তার পরিবারকে বেশ কয়েকবার হত্যার হুমকি দিয়েছেন।

যদিও আদালতের নথিতে ট্রাম্পের নাম  উল্লেখ করা হয়নি সরাসরি শুধু    ‘ব্যক্তি -১’ হিসাবে তাকে উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে, তিনি একজন পাবলিক ফিগার, সেইসাথে সাবেক ও বর্তমান প্রেসিডেন্ট।

আদালতের নথি অনুযায়ী, তামায়ো-টোরেস নামক ওই ব্যক্তি  ফেসবুকে সসম্প্রতি পোস্ট করা এক ভিডিওতে বলেছেন, ‘ব্যক্তি-এক’ আপনি মারা যাচ্ছেন, ‘ব্যক্তি-এক’ আপনার ছেলেও মারা যাবে। আপনার গোটা পরিবার মারা যাবে  এবং ভবিষ্যতে এটিই আপনার একমাত্র বাস্তবতা।

চলতি মাসের শুরুতেই পোস্ট করা অন্য আরেকটি ভিডিওতে তামায়ো-টোরেস ট্রাম্পকে গুলি করার হুমকি দিয়েছেন তামায়ো-টোরেস। এসময় তিনি এআর ১৫ ধাঁচের একটি সাদা রাইফেল দেখান এবং এর মধ্যে ত্রিশ রাউন্ড ম্যাগজিন ঢোকানো আছে।

এছাড়াও গত ২৩ আগস্টে অ্যারিজোনার গ্লেনডেলের ডেজার্ট ডায়মন্ড অ্যারেনা হতে এইরকম হুমকিমূলক একটি ভিডিও পোস্ট করেছেনন তামায়ো-টোরেস।

এদিকে ট্রাম্প বলেছেন, গুপ্তহত্যা প্রচেষ্টার তদন্তে তিনি একটি স্বাধীন কমিশন গঠন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *