ভারতে এএস ট্রফির ম্যাচ চলাকালীন মাঠেই লুটিয়ে পড়ে ক্রিকেটারের মৃত্যু

ঘরোয়া টি-টোয়েন্টি লিগ এএস ট্রফিতে লাকি বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার ও ইয়ং একাদশ এর ম্যাচ চলাকালীন এ ঘটনা ঘটে। বুধবার মহারাষ্ট্রের অরঙ্গাবাদের গারওয়ার স্টেডিয়ামে টস হেরে অধিনায়ক ইমরান প্যাটেল ব্যাট করতে নেমে লাকি বিল্ডার্সকে ভালো সূচনা এনে দেন । ষষ্ঠ ওভারের শেষ দুই বলে চার মেরে এই ওপেনার দলকে পৌঁছে দেন ৪৫ রানে।

দুঃখজনক ভাবে, টানা দুই বলে চার মারা ইমরানের খুব কাছেই তখন অপেক্ষা করছিল মৃত্যু। দুই চারের পর মাঠের বাইরে থাকা সতীর্থরা যখন আনন্দিত, মাঠে থাকা প্যাটেল অসুস্থ বোধ করতে শুরু করেন।

অসুস্থতা না কমায় প্যাটেল আম্পায়ারকে গিয়ে জানান, তার ঘাড় ও হাতে ব্যথা করছে। ওষুধ খাওয়ার জন্য আম্পায়ারের কাছ থেকে বাইরে যাওয়ার অনুমতিও নেন তিনি। আম্পায়ার তাকে অনুমতি দিয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতালে যাওয়ারও পরামর্শ দেন।

কিন্তু মাঠ ছেড়ে যাওয়ার সময় বাউন্ডারির কাছে গিয়েই লুটিয়ে পড়েন প্যাটেল। এ সময় দৌঁড়ে সাহায্যের জন্য এগিয়ে যান অন্য খেলোয়াড়রা। এরপর জরুরিভিত্তিতে প্যাটেলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অনেক চেষ্টার পরও আর বাঁচানো যায়নি তাকে। সবাইকে শোকের সাগরে ভাসিয়ে অন্যলোকে পাড়ি জমান ছত্রপতি সম্ভাবজিনগরের উদীয়মান এই ক্রিকেটার।

প্যাটেলের মৃত্যুতে স্থগিত হয়ে যায় ম্যাচ। এখনও স্কোরকার্ডে তার নামের পাশে লেখা ১৮ বলে ৩ চারে অপরাজিত ২২ রান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *