বিশ্বখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান আমাজনের প্রতিষ্ঠাতা ও ধনকুবের জেফ বেজোসের বিয়ে নিয়ে নতুন গুঞ্জন ছড়িয়েছে। তাঁর দীর্ঘদিনের বান্ধবী, লেখক ও সাংবাদিক লরেন সানচেজের সঙ্গে তিনি নাকি শিগগিরই বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এই বিয়ের আনুমানিক খরচ ধরা হয়েছে ৬০ কোটি ডলার।
জেফ বেজোস এর আগে ২০১৯ সালে তাঁর ২৫ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানেন। সাবেক স্ত্রী ম্যাকেনজি স্কটের সঙ্গে সেই বিচ্ছেদ ছিল বিশ্বের অন্যতম ব্যয়বহুল বিবাহবিচ্ছেদ।
ওই বিচ্ছেদের মীমাংসা হয়েছিল প্রায় ৩ হাজার ৬০০ কোটি ডলারে, যা সম্পূর্ণরূপে আমাজনের শেয়ারের মাধ্যমে পরিশোধ করা হয়। ২০১৯ সালে ভারতের মোট বাণিজ্য ঘাটতির পরিমাণের প্রায় অর্ধেক ছিল এই চুক্তির মূল্য।
বিচ্ছেদের সময় বেজোস ছিলেন বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের একজন। অন্যদিকে, প্রাপ্ত সম্পত্তির কারণে ম্যাকেনজি স্কটও বিশ্বের অন্যতম ধনী নারীর তালিকায় উঠে আসেন।
সম্প্রতি মার্কিন গণমাধ্যম ডেইলি বিস্ট-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, ৬০ বছর বয়সী বেজোস ও ৫৫ বছর বয়সী সানচেজ তাঁদের বিবাহ-পূর্ব প্রস্তুতি ইতিমধ্যেই সেরে ফেলেছেন। আসন্ন ২৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের কলোরাডোর আসপেনে এই রাজকীয় আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, হলিউড অভিনেতা ও পরিচালক কেভিন কস্টনারের মালিকানাধীন ১৬০ একরের ডানবার র্যাঞ্চে এই বিলাসবহুল আয়োজনের প্রস্তুতি চলছে। ধারণা করা হচ্ছে, এই বিয়ের আনুমানিক বাজেট ৬০ কোটি ডলার।
তবে বিয়ের এই গুঞ্জন পুরোপুরি উড়িয়ে দিয়েছেন জেফ বেজোস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (পূর্বে টুইটার) দেওয়া এক পোস্টে তিনি বলেন, “এই গুজবের কোনো ভিত্তি নেই। এটি পুরোপুরি মিথ্যা।”
তিনি আরও বলেন, “আপনি যা পড়ছেন, তার সবকিছুই সত্য নয়। বিশেষ করে আজকের দিনে গুজব আরও বেশি ছড়ায়।”
এদিকে, জেফ বেজোস ও লরেন সানচেজের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা নতুন কিছু নয়। তাঁদের সম্পর্ক শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। তবে বিয়ের বিষয়ে কী সত্য, তা সময়ই বলে দেবে।