রাজধানীর লালবাগে ছুরিকাঘাতে আহত হওয়া এক ব্যক্তি, হোসাইন শুভ (৩৫), চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন এবং আজ বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, নিহত হোসাইন শুভ নবাবগঞ্জ এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন। পাওনা টাকা নিয়ে এক তরুণের সঙ্গে চলমান বিরোধের জেরে গত রোববার গভীর রাতে কয়েকজন ব্যক্তি তাঁকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
শুভর চাচাতো ভাই রোকনউদ্দিনের মতে, তিন তরুণ মিলে এই হামলা চালায়। দুই দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর তিনি মারা যান।
হোসাইন শুভর বাবা আবদুস সালাম। চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে ছোট।
সন্ত্রাসীদের ও গণহত্যা কারীদের বিএন বিএনপিতে ঠাঁই নাই, মির্জা ফখরুল