বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সীমান্ত হত্যা বন্ধ করতে ভারতের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ বুধবার সন্ধ্যায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এই আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, ‘সীমান্ত হত্যার বিষয়ে আমরা বরাবরই সরব ছিলাম। আমাদের দৃঢ় বিশ্বাস, ভারত অবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধ করবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের এখন মুক্তির একটি সময় চলছে। আমরা ফ্যাসিবাদের শৃঙ্খল থেকে বেরিয়ে এসেছি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নিরলস পরিশ্রম করছি। ভবিষ্যৎকে সুন্দর ও সমৃদ্ধ করার লক্ষ্যে আমরা সব সময় কাজ করছি।’
মির্জা ফখরুলের সিলেট সফর উপলক্ষে বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী এবং মহানগর সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
বিমানবন্দর থেকে দলীয় মহাসচিবকে সঙ্গে নিয়ে নেতা-কর্মীরা শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)–এর মাজারে জিয়ারত করেন।