অস্ত্রোপচারের কারনে দুর্নীতি মামলার শুনানি আবারও পেছালো নেতানিয়াহুর

শারীরিক অসুস্থতার কারণে পেছানো হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ওঠা দুর্নীতি মামলার শুনানি। রোববার (২৯ ডিসেম্বর) অস্ত্রোপচারের মাধ্যমে তার প্রোস্টেট অপসারণ করার কথা জানিয়েছে দেশটির একাধিক সংবাদমাধ্যম।

স্থানীয় বার্তাসংস্থা জানায়, রোববার প্রোস্টেট সার্জারি হওয়ার কথা নেতানিয়াহুর। তাই পূর্বেই শুনানি পেছাতে জেরুজালেম জেলা আদালতের কাছে আবেদন করেছিলেন তিনি। শারীরিক জটিলতা বিবেচনায় নেতানিয়াহুর আবেদন মঞ্জুর করেছে আদালত। পরবর্তী সপ্তাহে নেয়া হয়েছে শুনানির তারিখ।

দীর্ঘদিন ধরপ প্রোস্টেট টিউমারে ভুগছিলেন ৭৫ বছর বয়সী নেতানিয়াহু।যার প্রভাবে মূত্রনালীর সংক্রমণে ভুগছিলেন তিনি। পরিস্থিতি বিবেচনায় এবার অপসারন করা হচ্ছে সেটি।

এর আগে, গত মার্চেও অস্ত্রোপচারের ছুরির নিচে বসতে হয় তাকে। সেবার তার হার্নিয়ায় অপারেশন করা হয়। ওই সময় বেশ কয়েকদিন সরকারি দায়িত্ব পালন থেকে দূরে ছিলেন তিনি।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক বিভিন্ন গোষ্ঠীর পক্ষ থেকে গাজায় গণহত্যা চালানোর অভিযোগে উঠেছে। অভিযোগ আমলে নিয়ে গত নভেম্বর মাসে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *