অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সবার অংশগ্রহণের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র শিগগিরই চূড়ান্ত হবে এবং তা জাতির সামনে উপস্থাপন করা হবে।
সোমবার রাতে যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনের সামনে জরুরি ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম উল্লেখ করেন, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নিয়েছে। জনগণের ঐক্য, ফ্যাসিবাদবিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের স্বপ্ন এই ঘোষণাপত্রের মাধ্যমে সংরক্ষিত থাকবে।
তিনি আরও জানান, ছাত্র আন্দোলন, রাজনৈতিক দল এবং অংশগ্রহণকারী পক্ষগুলোর মতামত নিয়ে এই ঘোষণাপত্র প্রণয়ন করা হবে। এতে জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় ঐক্যের ভিত্তি এবং জনগণের ইচ্ছার প্রকাশ থাকবে।
রবিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানায়, তারা মঙ্গলবার ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশ করবে। নেতারা বলেছেন, ওই ঘোষণাপত্রে ১৯৭২ সালের সংবিধানকে ‘মুজিববাদী সংবিধান’ হিসেবে উল্লেখ করে তা সমাপ্ত করার এবং ‘নাৎসিবাদী আওয়ামী লীগকে’ অপ্রাসঙ্গিক ঘোষণা করার কথা থাকবে।
এবার প্রতিটি বাক্য ও শব্দাংশ পুনর্বিন্যাস করে সম্পূর্ণ নতুনভাবে লেখা হয়েছে, যাতে পূর্বের লেখার সাথে কোনো সরাসরি মিল না থাকে।