ঢাকাই ছিনতাইকারীর অস্ত্রের আঘাতে দুইজন আহত

রাজধানীর খিলগাঁও এবং যাত্রাবাড়ীতে পৃথক দুই ঘটনায় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে দুজন ব্যক্তি আহত হয়েছেন।

প্রথম ঘটনাটি ঘটে বুধবার সন্ধ্যায়, আর দ্বিতীয়টি ঘটে বৃহস্পতিবার সকালে। আহত ব্যক্তিরা হলেন মো. কাজল আহমেদ (৪৮) এবং রাজন বর্মণ (১৭)।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক।

কাজলের ভাগনি জান্নাতুল ফেরদৌসের ভাষ্যমতে, গতকাল তাঁর মা এবং মামা পুরান ঢাকার রায়সাহেব বাজার এলাকায় এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন। আজ সকালে তাঁরা ব্যাটারিচালিত অটোরিকশায় করে খিলগাঁওয়ের গোড়ান এলাকায় বাড়ি ফেরার পথে সকাল সোয়া ছয়টার দিকে আদর্শপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে করে তিনজন ছিনতাইকারী এসে তাঁদের পথ আটকে দেয়। ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দেখিয়ে সোনার চেইন, আংটি এবং পাঁচ হাজার টাকা নিয়ে যায়। একপর্যায়ে চাপাতি দিয়ে কাজলের হাতে ও ঊরুতে আঘাত করে এবং অটোরিকশার চাবি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন জানান, এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

অন্যদিকে, আরেকটি ঘটনা ঘটে গতকাল সন্ধ্যায় যাত্রাবাড়ীর কাজলা পেট্রল পাম্পের কাছে। এ সময় রাজন বর্মণ নামের এক কিশোর ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়।

রাজনের মা মঞ্জু রানী বর্মণ জানান, সন্ধ্যা সাতটার দিকে রাজন নিকটস্থ একটি দোকানে চা খেতে গেলে তিনজন ছিনতাইকারী তার মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে ছিনতাইকারীরা রাজনের বুক, পিঠ এবং হাতে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রাজধানীর গাবতলীর দ্বীপনগরে জমি নিয়ে বিরোধের জেরে ‘পিটিয়ে’ হত্যা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *