চোটের কারণে হাসপাতালে ভর্তি বুমরাহ

সিডনি টেস্টের দ্বিতীয় দিনেই বড় দুঃসংবাদ ভারতীয় শিবিরে। লাঞ্চ বিরতির পর এক ওভার বল করলেন জাসপ্রিত বুমরাহ। এরপরই ছাড়লেন মাঠ। ধারণা করা হচ্ছিলো একটু বিশ্রাম শেষে ফের তাকে দেখা যাবে মাঠে। কিন্তু না, বুমরাহ ত্যাগ করলেন সিডনি ক্রিকেট গ্রাউন্ড। তাকে নেয়া হলো হাসপাতালে। বড় চোটের আশঙ্কাই করা হচ্ছে এখন। তার পরিবর্তে দলের নেতৃত্বে ভিরাট কোহলি।

দ্বিতীয় দিনের শুরু থেকেই নিজের চেনা ছন্দে ছিলেন না বুমরাহ। লাঞ্চের ৩০ মিনিট আগেই একবার মাঠের বাইরে যান। প্রাথমিক চিকিৎসার শেষে ফিরে আসেন। লাঞ্চ ব্রেকের পর মাত্র এক ওভার বল করেন কোনও রকমে। স্পষ্টই বোঝা যাচ্ছিল সম্পূর্ণ সুস্থ নন তিনি। এরপর ফের একবার ড্রেসিংরুমের দিকে যেতে দেখা যায় তাকে।

এরপর আর ফেরেননি মাঠে। অ্যাম্বুলেন্সে করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে। সেখানে স্ক্যান করা হবে তার পা। পায়ের চোটের পুরনো সমস্যাই ফের চাড়া দিয়ে উঠেছে বুমরাহর, এমনটাই মনে করা হচ্ছে। তবে এখনও দলের পক্ষ থেকে স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি এ বিষয়ে।

উল্লেখ্য, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকতে এই টেস্ট জিততেই হবে ভারতকে। এরপরও জটিল অঙ্ক রয়েছে। হার কিংবা ড্রয়েও ছিটকে যাবে ভারত। এই সিরিজে ভারতের সেরা বোলার জসপ্রীত বুমরাহ। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে ভারতের সর্বাধিক উইকেটের রেকর্ড গড়েন। স্বাভাবিক ভাবেই এই ম্যাচ জিততে তাকে ফিট পাওয়াটা খুবই জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *