প্রজ্ঞাপন বাতিল, ভারতে প্রশিক্ষণে যাচ্ছেন না ৫০ বিচারক

 

আজ রোববার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় অধস্তন আদালতের ৫০ জন বিচার বিভাগের কর্মকর্তার ভারতে প্রশিক্ষণ নেওয়ার অনুমতি সম্পর্কিত প্রজ্ঞাপন বাতিল করেছে।

গত ৩০ ডিসেম্বর, ভারতের ভোপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণ নেওয়ার জন্য ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি দেওয়া হয়, যা সুপ্রিম কোর্টের পরামর্শের ভিত্তিতে ছিল। ৪ জানুয়ারি বাসসের প্রতিবেদনে জানানো হয়েছিল যে, এই প্রশিক্ষণের জন্য সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের মনোনয়ন দেওয়া হয়েছে। তাদের ১০ থেকে ২০ ফেব্রুয়ারি প্রশিক্ষণে অংশ নেওয়ার কথা ছিল।

প্রশিক্ষণের সব খরচ ভারতীয় সরকার বহন করার কথা ছিল, এবং এতে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সম্পৃক্ততা ছিল না। আজ প্রজ্ঞাপন বাতিল করে পররাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন সচিবালয়, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, জেলা ও দায়রা জজ, মহানগর জজসহ অন্যান্য মন্ত্রণালয় ও সংস্থাগুলোর কাছে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

সূত্রঃ প্রথম আলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *