জো বাইডেনের বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রে নিপ্পন স্টিল জাপানি কোম্পানি ও তাদের অংশীদার ইউএস স্টিল শুক্রবারে জো বাইডেন এর বিরুদ্ধে মামলা করেছে। অধিক হারে ইউএস স্টিল গ্রহণের চেষ্টা করেছে জো বাইডেন এবং রাজনৈতিক প্রভাব খাটিয়েছে তার প্রশাসন। ৬ জানুয়ারি বাইডেনের জারি করা আদেশের বিরুদ্ধে নিপ্পন স্টিল ইউ এস স্টিল অধিগ্রহণের দায়ে মামলা করে। বেআইনি ঘোষণা দেওয়া হয়েছে বাইরের আদেশ কে এবং সিএফআইইউএস(কমিটি অন ফরেন ইনভেস্টমেন্ট ইন দ্য ইউনাইটেড স্টেট) কে চুক্তিটি পর্যালোচনা করতে বলা হয়েছে।

দীর্ঘ সময় পর্যালোচনা করার পর সিএফআই ইউ এস কোন মতামত প্রদান করেননি এবং ন্যায্য প্রক্রিয়া লংঘন করেছে এমন অভিযোগ করেছে নিপ্পন স্টিল।

শ্রম ইউনিয়নের সমর্থন পাওয়ার জন্য বাইডেন এমন আদেশ জারি করেছে এমনটা বলা হয়েছে মামলাতে। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন কে সমর্থন দেয়ার প্রতিশ্রুতি জানিয়েছিলেন ইউনাইটেড স্টিল ওয়াকার্স ইউনিয়ন।

জাতীয় নিরাপত্তার অপব্যবহার ও আইনের শাসন লঙ্ঘন প্রেসিডেন্টের আদেশ এমন মতামত প্রদান করেছেন নিপ্পন স্টিল। এছাড়াও অভিযোগে আরো বলা হয়েছে ইউ এস স্টিলকে দুর্বল করার চেষ্টা করেছে মার্ডার কৌশলের অংশ হিসেবে ক্লিফস।

এছাড়াও বাইডেনের প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে ইউএস ডব্লিউ এবং চুক্তি বাতিল করার জন্য প্রভাব খাটিয়েছে এমন মন্তব্য করেছে নেপ্পন স্টিল।

এমন ঘটনায় গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইসিবা। তিনি বলেছেন এমন সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র ও জাপানের বিনিয়োগ ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এছাড়াও জাপানি অর্থমন্ত্রী এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত বলে অভিহিত করেছেন।

নিপ্পন স্টিল সর্বশেষ জানিয়েছেন তারাই এই বিষয়ে টোকিও তে মঙ্গলবার একটি সংবাদ সম্মেলন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *