আহতদের চিকিৎসায় কত লাগে? হাজার কোটি টাকা পাচার হয়েছে

জুলাই-আগস্টে ঘটে যাওয়া অভ্যুত্থান পরবর্তী আহতদের চিকিৎসা এবং নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানসহ একাধিক দাবি জানিয়ে মানববন্ধন করেছে শহীদ ও আহতদের পরিবার।

এ কার্যক্রমের আয়োজন করা হয়েছিল ৮ জানুয়ারি বুধবার, জাতীয় প্রেস ক্লাবের সামনে। সেখানে ‘২৪ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত যোদ্ধারা’ শিরোনামে ব্যানারও প্রদর্শিত হয়।

আয়োজকদের সমন্বয়ক জিহাদ ইসলাম বলেন, ‘এখনো শহীদদের পুরোপুরি তালিকা তৈরি করা সম্ভব হয়নি এবং বহু শহীদ পরিবারকে সহায়তা দেওয়ার কাজ বাকি রয়েছে। যেসব আহত এখনো চিকিৎসা পাচ্ছেন না, তাদের জন্য এই মুহূর্তে সঠিক চিকিৎসার ব্যবস্থা করা জরুরি। আমাদের ৭টি দাবি ছিল, কিন্তু তারা পূর্ণ হয়নি। দেশে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেল, অথচ চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থের অপ্রতুলতা।’

এ মানববন্ধনে অংশগ্রহণকারী আহতরা বলেন, ‘আমরা দেশের জন্য জীবন বাজি রেখেছি, কিন্তু আজ আমাদের ত্যাগের মূল্য কোথায়? আমাদের অনেক সহকর্মী শহীদ হয়েছেন, যারা নিজেদের প্রাণ দিয়ে দেশের জন্য নতুন আশা জাগিয়েছেন। তাদের পরিবারগুলো কেন একেবারে অদৃশ্য? আমরা নিজেদের জীবন দিয়ে প্রতিবাদ করেছি, অথচ এখন সেই খুনি হাসিনা ও তার সহযোগীরা নিরাপদ, আর আমাদের জন্য রাষ্ট্র যেন অচেনা হয়ে দাঁড়িয়েছে।’

আগে প্রয়োজনীয় সংস্কার, তারপর ছয় মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব: আলাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *