সোনার খনির সন্ধান পেল পাকিস্তান

পাকিস্তানের সাবেক পাঞ্জাব প্রদেশের খনিমন্ত্রী ইব্রাহিম হাসান মুরাদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন সিন্ধু প্রদেশে পাঞ্জাব অংশের স্বর্ণের খনির সন্ধান পাওয়া গেছে। এই খনিতে ৩২ কিলোমিটার জুরে ২৮ লাখ ভরি (প্রায় ৩৩ টন) সোনা মজুত আছে বলে ধারণা করা হচ্ছে। ৮ হাজার কোটি পাকিস্তানি রুপি এই স্বনের বাজার দর।

জরিপ টি পরিচালনা করেন পাকিস্তানের ভূতাত্ত্বিক সংস্থা জিওলজিক্যাল সার্ভে অব পাকিস্তান (জি এস পি)।জিএসপি সিন্ধু নদের পাঞ্জাব প্রদেশে ১২৭ টি জায়গায় নমুনা পরীক্ষা করে এমন সিদ্ধান্ত এসেছে।

মুরাদ একটি টুইট বার্তায় বলেন এই মহামূল্যবান ধাতু আগামীতে উত্তলোন শুরু হলে পাকিস্তানের অর্থনীতির পরিসর বৃদ্ধি পাবে এবং অনেক ধরনের কর্মসংস্থানের সৃষ্টি হবে।

ভারত ও বাংলাদেশের তুলনায় পাকিস্তানে বেকারত্বের হার অনেক বেশি। বেকারদের মধ্যে অধিকাংশই হলো নারী। দেশটিতে সামাজিকভাবে রক্ষণশীল হওয়ায় নারীরা বাইরে যেয়ে কাজ করার সহজ নয়।

পাকিস্তানের গত এক দশকে সাত শতাংশে পৌঁছেছে ১. ৫ শতাংশ থেকে । মোট অভ্যন্তরে উৎপাদন বৃদ্ধির হার শিক্ষা খাতের জন্য পর্যাপ্ত নয়।

প্রতিবছর ৫০ লক্ষ করে বাড়ছে পাকিস্তানের জনসংখ্যা পাকিস্তানের সংবাদ মাধ্যম এআরওয়াই এক প্রতিবেদনে জানিয়েছে। ১৫ কর্মসংস্থানের চাহিদা বাড়ছে প্রতিবছর।

পাকিস্তানের পরিকল্পনা কমিশন এ বিষয়ে একটি প্রস্তাব পাঠিয়েছেন শেহবাজ শরীফ সরকারের কাছে। বেকারত্বের হার কমাতে মুদ্রাস্ফীতি ৬ শতাংশ কমাতে হবে।

২০২৪ সালে জানা যায় সবচেয়ে বড় স্বর্ণের খনির খোঁজ পাওয়া গেছে চীনে। ওইখানে লুকিয়ে থাকা স্বর্ণের পরিমাণ আনুমানিক হাজার টন।এই স্বর্ণের বাজার দর ৮০০০ হাজার ৩০০ কোটি ডলার।

আশা করা যায় পাকিস্তান ওই স্বর্ণের খনির যথার্থ ব্যবহার করবে। সঠিকভাবে ব্যবহার করে মাইক ফলক সৃষ্টি করবে এবং অনেক কর্মসংস্থানের সৃষ্টি হবে। পাকিস্তানের উন্নতিতে উক্ত স্বণের খনি অনেক ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *