ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যাকাণ্ডের মামলায় হিরু নামে পরিচিত আসাদুজ্জামানকে পুলিশ আটক করেছে।
গুলশান এলাকা থেকে গতকাল বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। মামলাটি রাজধানীর বাড্ডা থানায় রুজু করা হয়েছিল।
পুলিশের তথ্য অনুযায়ী, আসাদুজ্জামান নিজেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ‘পালিত পুত্র’ হিসেবে পরিচয় দিয়ে থাকতেন।
বাড্ডা থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, গুলশান থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করার পর আজ সকালে বাড্ডা থানার কাছে হস্তান্তর করেছে।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত ২৮ জুলাই বাড্ডা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে তৌফিকুল ইসলাম নামে একজন নিহত হন। এ ঘটনায় প্রথমে পুলিশ একটি অজ্ঞাতনামা মামলা দায়ের করেছিল। পরবর্তীতে নিহতের স্ত্রী আদালতে অভিযোগ দায়ের করলে সেটি এজাহার হিসেবে নথিভুক্ত হয়। সেই মামলার ভিত্তিতেই আসাদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে।
পথশিশুকে শাহবাগে মেট্রোরেল স্টেশনের নিচে ধর্ষণের অভিযোগে তরুণ আটক