দুজন গ্রেপ্তার হয়েছে রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে

ধরপাকড় অভিযান চালিয়ে রাজধানীর শাহজাহানপুর ও কদমতলী এলাকায় চাঁদাবাজির অভিযোগে মঙ্গলবার রাতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, রাত সাড়ে ৯টার দিকে শাহজাহানপুর থানা-পুলিশ জানতে পারে, দক্ষিণ শাহজাহানপুরে ফুটপাতের দোকানদারদের কাছ থেকে জোর করে টাকা আদায় করা হচ্ছে। খবর পেয়ে থানার একটি টহল দল সেখানে যায়।

পুলিশ উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্তরা পালানোর চেষ্টা করে। তবে খলিল শিকদার নামে একজনকে ধাওয়া দিয়ে আটক করা হয়। তার সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, খলিলের কাছ থেকে দোকানদারদের থেকে আদায়কৃত ৩,৮০০ টাকা উদ্ধার করা হয়েছে।

ডিএমপির উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে খলিল জানিয়েছেন, তিনি এবং তার সহযোগীরা দীর্ঘদিন ধরে শাহজাহানপুর এলাকার ফুটপাতের হোটেল থেকে প্রতিদিন ২০০ টাকা এবং চায়ের দোকান থেকে ১০০ টাকা করে চাঁদা আদায় করে আসছিলেন।

শাহজাহানপুর থানায় চাঁদাবাজির অভিযোগে খলিল ও তার সহযোগীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, মঙ্গলবার গভীর রাতে কদমতলী এলাকায় অভিযান চালিয়ে ২৬ বছর বয়সী আশিক নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে ইতোমধ্যে ছয়টি মামলা রয়েছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, আশিক ও তার সঙ্গীরা গত সোমবার দুপুরে কদমতলীর বিক্রমপুর প্লাজার সামনে একটি ফলের দোকানদারের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। দোকানদার টাকা না দেওয়ায় আশিক ও তার দল দোকানদারকে মারধর করে।

এরপর তারা দোকানদারের কাছ থেকে ২০ হাজার টাকা এবং পাশের আরেকটি দোকান থেকে ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এই ঘটনায় আরিফুর নামে এক ব্যক্তি কদমতলী থানায় চাঁদাবাজির অভিযোগে মামলা করেন। পরবর্তীতে পুলিশ রাতের অভিযানে আশিককে গ্রেপ্তার করে।

আসাদুজ্জামান হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার হয়েছেন, যাকে ওবায়দুল কাদেরের ‘পালিত পুত্র’পরিচয় দেওয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *