আটক করা হয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে

মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নাজমুল এহসান, যাকে নাঈম নামে পরিচিত, তাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ ময়মনসিংহ থেকে আটক করেছে। এটি বুধবার রাতের ঘটনা।

এই বিষয়টি নিশ্চিত করেছে জনসংযোগ বিভাগের উপ- কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এবং ডিএমপি গণমাধ্যম। তিনি বলেন, নাজমুলকে আটক করা হয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে।

পুলিশ জানান, নাজমুল এর বাড়ি জামালপুরের সরিষাবাড়ি উপজেলায়। তিনি গণিত বিভাগের প্রথম বর্ষের ছাত্র। তিনি ময়মনসিংহের আনন্দমোহন কলেজের শিক্ষার্থী।

গ্রেপ্তারের সময় ছুরিকাঘাতে আহত হয়েও পুলিশ কর্মকর্তা ‘চাঁদাবাজ’কে ধরতে পিছপা হননি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *