বিগত বৃহস্পতিবার সর্বদলীয় সংলাপের পরবর্তী কার্যক্রম হিসেবে, জুলাই ঘোষণাপত্রের আলোকে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলসহ বিভিন্ন পক্ষের মতামত নেওয়ার প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে তথ্য প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশ করা হয়েছে।
প্রেস উইং জানিয়েছে, আপনাদের মূল্যবান মতামত চিঠির মাধ্যমে পাঠাতে পারবেন “মাহফুজ আলম, উপদেষ্টা, প্রধান উপদেষ্টা কার্যালয়” এই ঠিকানায়। ২৩ জানুয়ারি পর্যন্ত চিঠির মাধ্যমে মতামত প্রেরণ করা যাবে। জমা দেওয়া মতামতগুলো পর্যালোচনা করে একটি পরিমার্জিত এবং সকলের জন্য গ্রহণযোগ্য ঘোষণাপত্র তৈরি করা হবে, যা শিগগির জনগণের সামনে প্রকাশিত হবে।
আটক করা হয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে