প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রেস উইং ফ্যাক্টস জানিয়েছে, ফেসবুকে যে দাবি করা হয়েছে যে, স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) মহাপরিচালক তার অ্যাপার্টমেন্টে অপরাধী আলী হোসেন শিশিরকে আশ্রয় দিয়েছেন, তা সম্পূর্ণ মিথ্যা।
শনিবার (১৮ জানুয়ারি) এসএসএফের মুখপাত্র জানিয়েছেন, আলী হোসেন নিজেকে নরসিংদীর একটি পোশাক কারখানার মালিক হিসেবে পরিচয় দিয়ে ডিজির ফ্ল্যাট ভাড়া নিয়েছেন এবং তার সঙ্গে বৈধ ভাড়াটিয়া চুক্তি সই হয়েছে, যা বৈধ ডাকটিকিটে সম্পাদিত।
এসএসএফ মুখপাত্র জানান, অপরাধে অভিযুক্তকে তার বাসায় আশ্রয় দেওয়ার কোনো প্রশ্ন নেই। ১৮ জানুয়ারি রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করতে এলে, ডিজি তাকে তুলে নিয়ে আইনানুগ ব্যবস্থা নিতে বলেন। ফেসবুক পোস্টগুলো সম্পূর্ণ মিথ্যা এবং কোনো তদন্ত ছাড়াই এসএসএফ ডিজি ও বাংলাদেশ সেনাবাহিনীর ইমেজ নষ্ট করার জন্য পরিকল্পিত প্রচেষ্টা, যা একটি দায়িত্বহীন কাজ।