জামালপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর বাড়িতে গোপন বৈঠককালে ৮ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) রাতে পৌর শহরের পাথালিয়া এলাকায় ছানুর বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— পাথালিয়া পশ্চিমপাড়া এলাকার আকরাম জাহিদ, মৃত কেরামত আলীর ছেলে আব্দুল মান্নান, মৃত সুরুজ আলীর ছেলে মাহমুদুর রহমান, মৃত গুল মাহমুদ শেখের ছেলে আব্দুল মজিদ, পাথালিয়া গুয়াবাড়ী এলাকার মো. হেলাল উদ্দিন, পাথালিয়া মধ্যপাড়া এলাকার মো. রাশেদুল ইসলাম, কম্পপুর মধ্যপাড়া এলাকার মো. শামীম ও বসাকপাড়া এলাকার বিজয়।
জামালপুর সদর থানার ওসি আবু ফয়সাল মো. আতিক জানান, আটককৃতদের থানায় নিয়ে আসা হয়েছে এবং তারা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে বা জুলাই-আগস্টের ঘটনাগুলোর সঙ্গে জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আইনি প্রক্রিয়া অনুযায়ী আদালতে সোপর্দ করা হবে।
ইত্তেফাক/এপি