ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান হারজি হালেভি ব্যর্থতার দায়ে পদত্যাগ করেছেন। সোমবার (২০ জানুয়ারি) তিনি পদত্যাগপত্র জমা দেন, যা আগামী ৬ মার্চ থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলি সামরিক বাহিনী এ বিষয়ে একটি চিঠি প্রকাশ করেছে।
ইসরাইলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সময় নিজের ‘ব্যর্থতার’ দায় নিয়ে হারজি হালেভি পদত্যাগ করেছেন। সেই হামলার পর দীর্ঘ ১৫ মাস ধরে গাজায় অবিরাম হামলা চালিয়েও হামাসকে পরাজিত করতে না পারায় তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। সম্প্রতি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার আগ পর্যন্ত এ হামলায় ৪৬ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
হামাসের নজিরবিহীন হামলা ঠেকাতে ব্যর্থতার বিষয়েও সেনাপ্রধানের পদত্যাগের গুঞ্জন ছিল। এখন পদত্যাগের পর, ইসরাইলের সেনাবাহিনীর নেতৃত্বে পরিবর্তনের অপেক্ষা।
ইত্তেফাক/এমএএস