ময়মনসিংহে ছাত্র আন্দোলনে আহত ব্যক্তিকে আর্থিক সহায়তা দেওয়ার কথা বলে প্রতারণা

ময়মনসিংহের ফুলপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত একজন ব্যক্তিকে আর্থিক সহায়তা দেওয়ার নাম করে প্রতারণা করেছে একটি চক্র। তারা প্রায় ১ লাখ ১৫ হাজার টাকা নিয়ে গেছে ওই ব্যক্তির ব্যাংক হিসাব থেকে। এই ঘটনায় গত মঙ্গলবার রাতে ফুলপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

প্রতারণার শিকার ব্যক্তি হাসান ছিদ্দিক (২৯), যিনি ফুলপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আমুয়াকান্দা গ্রামের বাসিন্দা এবং মতিুর রহমানের ছেলে। তিনি একসময় ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন। ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ফুলপুর এলাকায় আহত হন। পরে দুই মাস বেতন দেওয়ার পর তাঁকে চাকরিচ্যুত করা হয়, এবং বর্তমানে তিনি বাড়িতে রয়েছেন।

হাসান ছিদ্দিক তার জিডিতে উল্লেখ করেছেন, ১৯ জানুয়ারি দুপুর ১২টা ৪০ মিনিটে তিনটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। ফোনকারী ব্যক্তিরা জানান, আন্দোলনে আহত হওয়ার কারণে সরকারিভাবে ডাচ্‌-বাংলা ব্যাংক থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে। এরপর তারা তার এটিএম কার্ডের দুই দিকের ছবি চান, এবং তিনি বিশ্বাস করে সেই ছবি পাঠান। পরে একটি ওটিপি পাঠিয়ে গুণফল জানাতে বলা হয়, যা তিনি জানান। কিছুক্ষণ পর তিনি জানতে পারেন, তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১ লাখ ১৫ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। পরবর্তীতে ফোন নম্বরগুলো বন্ধ হয়ে যায়।

হাসান ছিদ্দিক আরও জানান, ফোনকারী ব্যক্তি মন্ত্রণালয়ের লোক পরিচয় দিয়ে তার কাছে সরকারি তথ্য জানায়, যার ফলে তিনি তাদের বিশ্বাস করেন। তাদের হোয়াটসঅ্যাপেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের লোগো থাকায় অবিশ্বাস হয়নি। তবে, তাঁরা চাওয়া সব তথ্য নিয়ে তার অ্যাকাউন্ট থেকে ১ লাখ ১৫ হাজার টাকা নিয়ে চলে যায়, যদিও তাকে ১ লাখ ৭ হাজার টাকা সহায়তা দেওয়ার কথা বলা হয়েছিল।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাদি জানিয়েছেন, এ বিষয়ে থানায় একটি জিডি করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। তিনি সবাইকে সতর্ক থাকতে এবং এ ধরনের প্রতারণার শিকার না হওয়ার আহ্বান জানান।

সূত্রঃ প্রথম আলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *