পিলখানা হত্যাকাণ্ড: কাশিমপুরের পর কেরানীগঞ্জ কারাগার থেকে ৪১ বিডিআর জওয়ান মুক্তি পেলেন

 

কাশিমপুর কারাগারের ১৬ বিডিআর জওয়ান মুক্তির পর এবার ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে পিলখানা হত্যাকাণ্ড মামলায় ৪১ জন বিডিআর সদস্য মুক্তি পেয়েছেন। মুক্তির খবরে আজ সকাল থেকে কারা ফটকে তাদের স্বজনরা ভিড় জমিয়েছেন, হাতে ফুলের তোড়া নিয়ে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে তারা মুক্তি পান।

সকালের ৮টায় কারা ফটকের সামনে দাঁড়িয়ে ছিলেন ঠাকুরগাঁও জেলার হরিপুরের বিডিআর জওয়ান মুনসুর আলীর মেয়ে মালিহা জান্নাতুন। তার বয়স যখন মাত্র ৩ মাস, তখনই তার বাবা জেলে গিয়েছিলেন। বর্তমানে রনহাট্রা চৌহদ্দি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মালিহা জান্নাতুন বলেন, “আমার মা জামনুর নাহার এবং খালাদের নিয়ে সকাল থেকে জেলখানার সামনে অপেক্ষা করছি। আমার বাবা ১৬ বছর পর জেল থেকে মুক্তি পেয়েছেন, আমরা অনেক খুশি। এখন বাবাকে নিয়ে বাইরে ঘুরতে যাব।”

মুক্তি পাওয়া মুনসুর আলী জানান, “আমি নির্দোষ, আল্লাহর কাছে শুকরিয়া যে ১৬ বছর পর মুক্তি পেলাম। এখন মুক্ত বাতাসে থাকতে পারব।”

অপরদিকে, মুক্তি পাওয়া জওয়ান মো. শামসুদ্দিনের বোন মনোয়ারা বেগম সকাল থেকে ভাইয়ের জন্য কারাগারের মূল ফটকে ফুল নিয়ে দাঁড়িয়ে ছিলেন। তিনি বলেন, “১৬ বছর পর ভাই মুক্তি পেয়েছেন, আমরা খুব খুশি। আমাদের বাড়ি ভোলা জেলায়।”

— ইত্তেফাক/কেএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *