বাংলাদেশ সফরে আসছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো

ফিফা’র সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আগামী মার্চের মধ্যে বাংলাদেশ সফরে আসবেন। সফরে বাংলাদেশের নারী ফুটবলে অর্থায়নের আশাপ্রকাশ করেছেন তিনি।

বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বাৎসরিক সভার ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে ফিফা প্রধান এ প্রতিশ্রুতি দেন। বিষয়টি সামাজিক মাধ্যমে প্রধান উপদেষ্টার প্রেস উইং নিশ্চিত করেছেন।

ড. মুহাম্মদ ইউনূসকে ফিফা সভাপতি বলেছেন, আগামী দুই মাসের মধ্যে আমি বাংলাদেশে যাব।

প্রধান উপদেষ্টা বাংলাদেশি নারী ফুটবলারদের জন্য ডরমিটরি এবং অন্যান্য অবকাঠামো সুবিধা সহায়তা চাওয়ার পর সাড়া দিয়ে ইনফান্তিনো বলেন, ফিফা বাংলাদেশে নারী ফুটবলে অর্থায়ন করতে চায়।

তিনি জানান, সৌদি আরবে নারীদের ফুটবলেও ফিফা সহায়তা করবে এবং সেখানকার প্রবাসী বাংলাদেশিরাও এ উদ্যোগ থেকে উপকৃত হবেন।

এ সময় আমন্ত্রিত হয়েও চলমান যুব উৎসবে বাংলাদেশ সফরে যেতে না পারা নিয়ে দুঃখ প্রকাশ করেন ফিফা সভাপতি।

এছাড়াও বৈঠকে বাংলাদেশ সরকারের এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ ও জেনেভায় বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলামও উপস্থিত ছিলেন।
ছবি:ইন্টারনেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *