বলিউডের সংগীত জগতে এআর রহমান ও সোনু নিগামের জুটি ছিল এক অবিস্মরণীয় সংযোগ। কিংবদন্তি সংগীতজ্ঞ এআর রহমানের সুরে সোনু নিগাম বহু জনপ্রিয় গান গেয়েছেন, যার মধ্যে ‘সাথিয়া’ এবং ‘সাতরঙ্গি রে’র মতো গান রয়েছে। তবে এবার এআর রহমানের গানকে ‘বেকার’ বলে মন্তব্য করেছেন সোনু নিগাম, যা সৃষ্টি করেছে আলোচনার ঝড়। সোনু স্পষ্ট ভাষায় বলেছেন, “খারাপ গানকে ভালো বলতে পারব না।”
এনডিটিভির এক প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ‘জিরো টু ইন্ডিয়া’ নামে একটি সাক্ষাৎকারে অংশ নেন সোনু নিগাম। সেখানে তিনি বলেছিলেন, বলিউড মেগাস্টার সালমান খান এবং ক্যাটরিনা কাইফ অভিনীত সিনেমা ‘যুবরাজ’ প্রসঙ্গে কথা বলতে গিয়ে, ‘যুবরাজ’-এর বেশ কয়েকটি গানে তিনি কাজ করেছেন এবং সেই গানে এআর রহমানেরও অবদান ছিল। সোনু জানিয়ে দেন, “যুবরাজ সিনেমার গানে আমি আর রহমান দুজনেই কাজ করেছি। তবে এই সিনেমার গানগুলো মোটামুটি, ভালো গান বলা যাবে না।”
তিনি আরও বলেন, “এই বিষয়ে আমি আর কিছু বলতে চাই না, কারণ আমি মিথ্যা বলতে পারব না। বাজে গানের প্রশংসা আমি করতে পারব না।”
এআর রহমান সম্পর্কে সোনু নিগাম আরও বলেন, “রহমান নিজের কাজকে ইবাদত হিসেবে মনে করেন। তিনি কখনও কারো মন খারাপ করে কথা বলেন না, তবে সত্যি কথা, তিনি খুব কম মানুষের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে চান, এবং এই কারণে তার পরিবারসহ অনেকের সাথে তার দূরত্ব তৈরি হয়েছে।”
‘যুবরাজ’ সিনেমার জন্য এআর রহমান ‘জয়হো’ গানটি তৈরি করেছিলেন, যা সিনেমায় ব্যবহৃত হয়নি। পরে এই গানটি ‘স্লামডগ মিলিয়েনিয়র’ সিনেমায় ব্যবহার করা হয়, এবং এই গানটির জন্য তিনি অস্কারও জেতেন।
ইত্তেফাক/পিএস