ইন্টারনেট সেবা প্রদানকারী লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোর জন্য অপারেশনাল তথ্য জমা দেওয়ার সময়সীমা আরও কঠোর করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এখন থেকে প্রতিমাসে ৭ তারিখের মধ্যে তাদের তথ্য ডাটা ইনফরমেশন সিস্টেম (ডিআইএস) পোর্টালে অনলাইনে জমা দিতে হবে।
বিটিআরসি সতর্ক করেছে যে, এই নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট আইএসপি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, যার মধ্যে ব্যান্ডউইথ সীমিত করা বা বন্ধ করে দেওয়া এবং টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন অনুযায়ী অন্যান্য আইনি পদক্ষেপ অন্তর্ভুক্ত থাকবে।
সম্প্রতি বিটিআরসির উপ-পরিচালক এস এম গোলাম সরোয়ারের স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে, নিয়মিত অপারেশনাল তথ্য জমা দিতে হবে ডিআইএস পোর্টালে (dis.btrc.gov.bd)। যদিও বিটিআরসি প্রয়োজনীয় নির্দেশনা ও সহায়তা প্রদান করেছে, তারপরও অনেক প্রতিষ্ঠান নিয়মিত এই নির্দেশনা অনুসরণ করেনি।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, এই নির্দেশনা অমান্য করলে তা আইএসপি লাইসেন্সিং গাইডলাইনের অনুচ্ছেদ ২২.৭ (সংশোধিত) এবং ২৫.৫ এর লঙ্ঘন হিসেবে গণ্য হবে।
এ বিষয়ে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর সভাপতি ইমদাদুল হক বলেন, এই নির্দেশনা একটি ইতিবাচক পদক্ষেপ। তিনি জানান, অপারেশনাল তথ্যের মধ্যে গ্রাহক সংক্রান্ত তথ্য যেমন নতুন সংযোগ, বিচ্ছিন্ন সংযোগসহ বিভিন্ন তথ্য অন্তর্ভুক্ত থাকে। তিনি আরও বলেন, ‘এটি আগেও ছিল, তবে অনেক প্রতিষ্ঠান নিয়মিত মানেনি। এখন নতুন নির্দেশনার মাধ্যমে তথ্য জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে, যা ইন্টারনেট সেবার মান উন্নত করতে সহায়ক হবে।’
ইত্তেফাক/টিএইচ