ইসরায়েলি সেনাদের গুলিতে ১৫ জন লেবানিজ নিহত হয়েছে। হিজবুল্লাহ-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের শেষ দিনে ২৬ জানুয়ারি রোববার এই ঘটনা ঘটে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি সেনারা সীমান্তবর্তী লেবাননের কিছু গ্রামে অবস্থান করছে, যেখানে বাস্তুচ্যুত লেবানিজরা তাদের বাড়িঘরে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন। এই সময় গুলি চালানো হয়। এতে ১৫ জন নিহত এবং অন্তত ৮৩ জন আহত হয়েছেন।
লেবাননে নিযুক্ত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর মুখপাত্র জানান, এসব এলাকায় এখনও সাধারণ নাগরিকদের ফিরে যাওয়া নিরাপদ নয়।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, নিহতদের মধ্যে আইতারুন শহরে ৩, হুলায় ৩, মারকাবায় ৪ এবং মে আল-জাবাল শহরে ২ জন রয়েছেন। এছাড়া আল-আদিসা, ব্লিদা, ফারকিলা ও দাহিরায় একজন করে নিহত হয়েছে।
এদিকে, লেবাননের সেনাবাহিনী বেসামরিক নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক বাহিনীর নির্দেশিকা অনুসরণ করতে বলেছে।
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন সংযম বজায় রাখার পাশাপাশি সশস্ত্র বাহিনীর ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, “লেবাননের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা নিয়ে কোনো আপোষ হতে পারে না। আপনাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে আমি সর্বোচ্চ পর্যায়ে বিষয়টি দেখছি।”
লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে বেসামরিক মানুষের মৃত্যুতে নিন্দা জানিয়েছেন।
প্রসঙ্গত, ইসরায়েল ও লেবাননের মধ্যে ২৭ নভেম্বর থেকে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, ইসরায়েলকে পর্যায়ক্রমে ব্লু লাইনের দক্ষিণে এবং লেবাননের সেনাবাহিনীকে ৬০ দিনের মধ্যে দক্ষিণ লেবাননে সরিয়ে নিতে হবে।
ইত্তেফাক/এসকে