অন্তবর্তীকালীন সরকারের শিল্প ও গৃহায়ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, মুক্তিযোদ্ধাদের মতো জুলাই যোদ্ধাদেরও দায়িত্ব নেয়া হবে, এবং এর জন্য আলাদা অধিদফতর গঠনের কাজ প্রায় শেষ।
রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে শহীদদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় আদিলুর রহমান খান বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারীদের প্রধান প্রশ্ন অপরাধীদের বিচার। অন্তবর্তীকালীন সরকার এই বিষয়ে সচেতন, তবে তড়িঘড়ি বিচার না হওয়া ভালো, আবার দীর্ঘসূত্রিতায় বিচারহীনতা তৈরি হতে পারে।’
তিনি বলেন, ‘শহীদ ও আহত পরিবারের অনেক চাওয়া এখনও পূর্ণ হয়নি। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে সেগুলো পূরণের চেষ্টা চলছে, যদিও কিছু চ্যালেঞ্জ রয়েছে।’
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে সভায় প্রশাসনের কর্মকর্তারা ও জুলাই শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় ১৬ শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা দেওয়া হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা পরিস্থিতি সামলাতে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন