নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, অতীতে খারাপ নির্বাচনের ফলে দেশের ভাবমূর্তি ভূলুণ্ঠিত হয়েছে। তবে এখন দেশবাসীর সামনে সেই ভাবমূর্তি পুনরুদ্ধারের একটি সুবর্ণ সুযোগ এসেছে, এবং তিনি আশা করছেন সবাই সেই সুযোগ কাজে লাগাবে। সোমবার (২৭ জানুয়ারি) নীলফামারী সদর উপজেলা নির্বাচন কার্যালয়ের আয়োজিত ভোটার তালিকা হালনাগাদ বিষয়ক সভায় তিনি এসব কথা বলেন।
সানাউল্লাহ বলেন, নির্বাচনে কিছু চ্যালেঞ্জ থাকলেও এবারের নির্বাচনে চ্যালেঞ্জের চেয়ে সুবিধা বেশি দেখা যাচ্ছে। তিনি উল্লেখ করেন, বর্তমানে যেসব রাজনৈতিক দল নির্বাচন বিষয়ে কথা বলছেন, তারা দীর্ঘদিন ধরে গণতন্ত্র পুনরুদ্ধার, সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন কমিশন ইত্যাদি দাবি করে আসছেন। তার মতে, এখন সময় এসেছে তাদের কাছে এই দাবি পূরণের সুযোগ চাওয়ার।
এছাড়া, তিনি আরও বলেন, “আমাদের ইয়াং জেনারেশন জুলাই ও আগস্টের অভ্যুত্থানের মাধ্যমে নাগরিকের অধিকার সম্পর্কে সবার চোখ খুলে দিয়েছে। এটা আমাদের কাজে লাগানো উচিত।”
ইসি সানাউল্লাহ নির্বাচনের স্বচ্ছতা এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সবার অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “নির্বাচনের স্বচ্ছতা আনা এবং সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করা এককভাবে কোনো প্রতিষ্ঠান দ্বারা সম্ভব নয়, এটি একটি সামগ্রিক প্রক্রিয়া। সঠিক ভোটার তালিকা থেকে শুরু করে ফলাফল ঘোষণা পর্যন্ত প্রতিটি পর্যায়ে সবার অংশগ্রহণ জরুরি।”
তিনি আরো বলেন, “আমরা নির্বাচন কমিশনকে বিশ্বাস করি, এটি একটি পাত্রের মতো, যেটি যে রঙ ধারণ করবে, তার অধীনে থাকা সবাইও সেই রঙ ধারণ করবে। আমরা যাদের পূর্ববর্তী নির্বাচনের সঙ্গে সম্পর্ক ছিল, তাদেরকে রাতারাতি অপসারণ করতে পারব না, তবে আমাদের লক্ষ্য থাকবে যারা এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন, তাদের সৎ ও নিষ্ঠাবান রাখা।”
এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ মো. মাহাবুবুর রহমান ভূইয়া, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম প্রমুখ।
ইত্তেফাক/জেডএইচডি