যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত অভিবাসীদের প্রতি অমানবিক আচরণে ব্রাজিলের ক্ষোভ

যুক্তরাষ্ট্র থেকে ব্রাজিলীয় অভিবাসীদের অমানবিকভাবে ফেরত পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ব্রাজিল সরকার। শুক্রবার রাতে ৮৮ জন ব্রাজিলীয় নাগরিক নিয়ে একটি উড়োজাহাজ ব্রাজিলের মানাউসে অবতরণ করে। যাত্রীরা জানিয়েছেন, তাদের হাত-পা বাঁধা ছিল পানি দেওয়া হয়নি এবং বাথরুম ব্যবহার করতে দেওয়া হয়নি। উড়োজাহাজের গরম পরিবেশে কেউ কেউ অসুস্থ হয়ে পড়েন।

৩১ বছর বয়সী কম্পিউটার টেকনিশিয়ান এদগার দা সিলভা জানান, যুক্তরাষ্ট্রে সাত মাস বন্দী থাকার পর এই অমানবিক পরিস্থিতি তাদের জন্য আরও ভয়ানক অভিজ্ঞতা হয়ে ওঠে। আরেক যাত্রী ২১ বছর বয়সী লুইজ অ্যান্টোনিও জানান, শীতাতপনিয়ন্ত্রিত ব্যবস্থা কাজ না করায় চার ঘণ্টা প্রচণ্ড গরম সহ্য করতে হয়। তিনি বলেন এটি আমাদের জন্য দুঃস্বপ্নের মতো ছিল।

ব্রাজিলের বিচার মন্ত্রণালয় জানায়, এই আচরণ অভিবাসীদের মৌলিক অধিকারের প্রতি চূড়ান্ত অবজ্ঞা। ব্রাজিল সরকার দ্রুত যুক্তরাষ্ট্রের কাছে এই অমানবিক আচরণের ব্যাখ্যা চাইবে। প্রেসিডেন্ট লুলা দা সিলভা ব্রাজিলিয়ান এয়ার ফোর্সের মাধ্যমে যাত্রীদের তাদের গন্তব্যে সম্মানের সঙ্গে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নীতিতে কঠোরতা আরোপ করেছেন। নথিপত্রহীন অভিবাসীদের ধরপাকড় ও গণহারে বিতাড়ন শুরু হয়েছে। তবে ব্রাজিলের মতে, এই ধরনের আচরণ মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন।

এ ঘটনায় শুধু ব্রাজিল নয়, কলম্বিয়া ও গুয়াতেমালার মতো দেশেও বিতাড়িতদের সঙ্গে একই আচরণ করা হয়েছে। মানবাধিকার কর্মীরা বলছেন, অভিবাসন সমস্যা সমাধানে এ ধরনের কঠোর পদক্ষেপ মানবিকতার চরম লঙ্ঘন এবং সংকট আরও বাড়াচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *