বিশ্ব নেতারা অভিনন্দন জানাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প কে 

যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন বিশ্ব নেতারা। 

বুধবার বিভিন্ন সংবাদমাধ্যম ও সংস্থাগুলো ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয় অর্জন করেছেন এই ফলাফল ঘোষণার পর থেকে বিশ্ব নেতারা ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে  শুরু করেন। 

৪ বছর পর ডেমোক্রেটিক পার্টির  প্রতিনিধি  কমলা হ্যারিসের বিপক্ষে বিজয় লাভ করে ঐতিহাসিক রাজনৈতিক প্রত্যাবর্তন ঘটিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

এর আগের মেয়াদে ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে ট্রাম্পের “আমেরিকা ফার্স্ট”, অনিশ্চিত পররাষ্ট্র নীতি, আমেরিকার অনেক শত্রু ও মিত্র দেশগুলোর সাথে জটিল করে তুলেছিল সম্পর্ক । 

তবে বুধবার সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক টুইটার ( বর্তমান এক্সে) নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন বিশ্বের বহু নেতারা।

ট্রাম্পকে সবার প্রথম অভিনন্দন ও সমর্থন বার্তা পাঠিয়েছেন মিত্র শক্তি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি ঐতিহাসিক এই প্রত্যাবর্তনকে প্রশংসা করেছেন এবং বলেছেন এই প্রত্যাবর্তন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জোটকে শক্তিশালী করবে। 

মার্ক রুটে নেটোর মহাসচিব বলেছেন –  ট্রাম্পের নেতৃত্ব আবারো চাবি কাঠি হবে তাদের জোটকে শক্তিশালী করতে। 

ইমানুয়েল ম্যার্ক্রো ফরাসি প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বলেছেন – ট্রাম্পের সাথে একসাথে কাজ করতে প্রস্তুত তিনি প্রস্তুত যেমনটা এর পূর্বে ৪ বছর করেছিলেন। 

কির স্টারমার ব্রিটিশ প্রধানমন্ত্রী বলছেন-  তারা কাঁধে কাঁধ মিলিয়ে সরকারের পাশে রয়েছেন, গনতন্ত্র, স্বাধীনতা ও যৌথ কর্মপ্রচেষ্টার মূল্যবোধ রক্ষা করতে। 

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিশেষ সম্পর্ক আটলান্টিকের উভয় দিকে সমৃদ্ধ হবে। 

এশিয়ার নেতারাও তাকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। 

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র, বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সহ অনেকেই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং নিজ দেশের সাথে সম্পর্ক উন্নয়ন প্রসঙ্গ ও এনেছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *