গত ৭ নভেম্বর বিকেলে পাবনার ঈশ্বরদীতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় তিন জন শিক্ষার্থী নিহত হন এছাড়াও গুরুতর আহত হয়েছেন আরও ২ জন শিক্ষার্থী।গত ৮ নভেম্বর শুক্রবার সকাল ১১ টায় মিয়াপুর হাজী জসীমউদ্দীন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে জানাজা নামাজের ইমামতী করেন পদ্মবিলা মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা রহমত-উল্লাহ। উক্ত জানাজা নামাজে হাজারো মানুষের ঢল নামে।গুরুতর আহত দুই জন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে পাবনা-ঈশ্বরদী-রাজশাহী মহাসড়কের আজমপুরে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, পাবনার সাঁথিয়া পদ্মবিলা মোল্লা পাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে আশিক রহমান, মোশারফ হোসেনের ছেলে শাকিব হাসান ও ছলিম হোসেনের ছেলে ফাহাদ হোসেন। তারা উভয়েই সাঁথিয়া উপজেলা মিয়াপুর হাজী জসীম উদ্দীন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ১০ শ্রেণির শিক্ষার্থী।নিহত শিক্ষার্থী সাকিবের বাবা মোশারফ হোসেন বলেন, ‘কারো সন্তান বেপরোয়াভাবে গাড়ি না চালায়, এই জন্য সন্তানদের সতর্ক করে দেবেন। আমার ছেলে যদি কোনো ভুলভ্রান্তি করে থাকে ক্ষমা করে দেবেন।মিয়াপুর হাজী জসীম উদ্দীন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আবু সাঈদ শেখ বলেন, ‘আমাদের এই তিন শিক্ষার্থীর অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং বিদ্যালয়ে রোববারে শোক পালন করবে।’
Related Posts
ফিলিস্তিনপন্থিদের কাছে গনধোলাই খেলেন ইসরাইলিরা
ফিলিস্তিনপন্হীদের সাথে আমস্টারডামে আয়াক্সের বিপক্ষে ম্যাকাবি তেল আবিবের ইউরোপা লিগের ম্যাচে ইসরাইলি দর্শকদের ব্যাপক সংঘর্ষ হয়েছে।এ ঘটনায় বেধড়ক মারধরে অর্ধশতাধিক…

এবার সৌদি যুবরাজের অভিযোগ – ইসরায়েল গনহত্যা চালাচ্ছে গাজায়
বিবিসির খবর অনুযায়ী গাজায় হামলা কে কেন্দ্র করে এই প্রথম প্রকাশ্যে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন সৌদি আরব। দেশটির যুবরাজ মোহাম্মদ বিন…
শুরু হয়েছে প্রথম থেকে নবম শ্রেণি-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তির অনলাইন আবেদন।
এবারের ভর্তির আবেদন ফি ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। রাষ্ট্রীয় মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটকের মাধ্যমে এ ফি পরিশোধ করতে হবে।মঙ্গলবার…