নিজের নাম থেকে বচ্চন টাইটেল বাদ দিলেন ঐশ্বরিয়া!

বহুদিন ধরে চলছে ঐশ্বরিয়া রায় বচ্চন ও অভিষেক বচ্চনের ডিভোর্সের গুঞ্জন। আম্বানির ছোট ছেলের বিয়েতে মেয়েকে নিয়ে ঐশ্বরিয়া আলাদা উপস্থিত হয়েছিলেন। এই নিয়ে আবারও শুরু হলো জল্পনা। সদ্য নিজের নামের শেষ থেকে বচ্চন পদবি সরালেন ঐশ্বরিয়া।

গ্লোবাল উইমেনস ফোরামের এক অনুষ্ঠানে যোগ দিতে দুবাই গিয়েছিলেন ঐশ্বরিয়া। সেখান থেকে বুধবার ফেরেন নায়িকা। সেই অনুষ্ঠানের একাধিক ঝলক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে একটি সিলভার কাজ করা নীল গাউনে দেখা যায় এই তারকাকে। তার গ্ল্যামার লুক নজর কাড়ে সবার।

অনুষ্ঠানের স্ক্রিনে এবার আর বচ্চন টাইটেল দেখা যায়নি। এমনকি ঐশ্বরিয়াকে যখন মঞ্চে আহ্বান করা হয়, তখনও তাকে তার পুরনো নাম ঐশ্বরিয়া রায় বলা হয়। এই ঘটনার পর থেকে সন্দেহের বীজ আরও পাকাপোক্তভাবে দানা বেঁধেছে ভক্তদের মনে। তবে কি ঐশ্বরিয়া-অভিষেকের তালাক আসন্ন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *