টাইমস অব ইসরায়েল ২৮ নভেম্বর বৃহস্পতিবার প্রতিরক্ষা বাহিনীর বরাতে জানিয়েছে- আইডিএফ, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী, দাবি করছে লেবাননে হিজবুল্লাহর সাড়ে তিন হাজার যোদ্ধাকে হত্যা করেছে তারা।
সংবাদমাধ্যমটি এক প্রতিবেদনে বলছে, গত ১৪ মাসের লড়াই ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধের পর থেকে তাদের হামলায় নিহত হয়েছেন প্রায় সাড়ে তিন হাজার হিজবুল্লাহ সদস্য। লেবাননের দক্ষিণে গত সেপ্টেম্বর থেকে চলা স্থল আক্রমণের সময় এদের মাঝে বেশিরভাগ মারা যায়।
ইসরায়েলের সামরিক বাহিনী আরো জানিয়েছেন, এসব হামলায় প্রায় সাত হাজার যোদ্ধা আহত হয়েছেন গুরুতর এবং মাঝারিভাবে সাড়ে তিন হাজার যোদ্ধা নিহতের পাশাপাশি। যারা এখন অক্ষম লড়াই করতে। তবে হিজবুল্লাহ কোনো মন্তব্য করেনি ইসরায়েলের এই দাবির বিষয়ে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে নিয়মিত হতাহতের পরিসংখ্যান তবে কখনোই উল্লেখ করা হয় নি ঠিক কতজন হিজবুল্লাহ সদস্য তাদের মধ্যে ছিল।
প্রসঙ্গত,২৭ নভেম্বর বুধবার দীর্ঘ সময় ধরে চলা সংঘর্ষের পর লেবাননে যুদ্ধবিরতি শুরু হয়েছে । এক বছরের বেশি সময় পাল্টাপাল্টি হামলা শেষে ইসরায়েল ও হিজবুল্লাহ একমত হয়েছে যুদ্ধবিরতিতে।
(বাংলাদেশ সময় সকাল ৮টা) ও স্থানীয় সময় ভোর ৪টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়। প্রাথমিক অবস্থায় ৬০ দিন থাকবে এ চুক্তির মেয়াদ।
এটি আবারও পরবর্তীতে বৃদ্ধি করা হবে।
দীর্ঘ সময় ধরে চলা যুদ্ধে উক্ত যুদ্ধ বিরতির কারনে লেবাননবাসী কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে।
এর পূর্বে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জানান, একটি যুদ্ধবিরতি চুক্তি হওয়ার কথা হিজবুল্লাহ ও ইসরায়েল মধ্যে। তার মতে, এই চুক্তি সম্ভব হয়েছে ফ্রান্সে ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায়।