গাজার মধ্যাঞ্চলে ভয়াবহ ইসরায়েলি বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনি চিকিৎসাকর্মীরা। বুধবারের এই হামলার পাশাপাশি, ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন শহরে অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পশ্চিম তীরের বেইত ফুরিক গ্রামে সহিংসতায় ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হামলার ঘটনা ঘটে, যেখানে তারা পাথর ছুড়ে দুই সীমান্ত পুলিশকে আহত করেন।
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনী বুধবার নতুন করে বিমান হামলা চালিয়েছে, যা হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির এক সপ্তাহ পর সংঘটিত হলো। এই যুদ্ধবিরতি অনুযায়ী, দুই পক্ষের সীমান্ত এলাকা থেকে যোদ্ধা প্রত্যাহারের কথা রয়েছে।
যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের মধ্যস্থতায় গাজার সংঘাত বন্ধে আলোচনা চললেও ইসরায়েল ও হামাসের মধ্যে এখনো কোনো চুক্তি হয়নি। গাজার যুদ্ধের সূচনা হয়েছিল ২০২৩ সালে হামাসের হামলায় ১,২০০ জন নিহত এবং ২৫০ জনকে জিম্মি করার মাধ্যমে। পাল্টা হামলায় ইসরায়েল প্রায় ৪৪ হাজার ৫০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে, যার অর্ধেকের বেশি নারী ও শিশু।
যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ আশা করছে, লেবাননের যুদ্ধবিরতির সফলতা গাজায় শান্তি প্রতিষ্ঠায় গতি আনতে পারে
এই প্রতিবেদনের কিছু তথ্য: অফ আমেরিকা থেকে নেওয়া হয়েছে